বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

'অর্থনীতি টেকসই করতে ব্যাংক খাতের সংস্কার দরকার'

যাযাদি রিপোর্ট
  ০৮ জানুয়ারি ২০২৩, ০০:০০
'অর্থনীতি টেকসই করতে ব্যাংক খাতের সংস্কার দরকার'

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অর্থনীতিকে টেকসই করতে অবশ্যই ব্যাংক খাতের সংস্কার দরকার। আর অপচয় বন্ধ করতে হবে। রাজনীতিবিদদের মতো দেখছি, দেখব- এ জাতীয় বক্তব্য ব্যাংকারদের হতে পারে না। বরং বিশেষ ক্ষমতা ব্যবহার করে বলতে হবে এ সিদ্ধান্ত নিয়েছি, নেব।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ব্যাংকিং অ্যালমানাকের চতুর্থ প্রকাশনীর মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

ব্যাংক খাতের ঋণ অনিয়মের দিকে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, 'এক বছরের বেশি সময় ধরে একটি ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদন তৈরি সম্পন্ন হয়েছে। এখনো ব্যবস্থা নেওয়া হয়নি। পত্রিকায় ব্যাংকারদের বক্তব্য যেভাবে আসছে, তাতে সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে। আমাদের আরেকটু দ্রম্নত, দৃশ্যমান ও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।'

তথ্য প্রবাহের পাশাপাশি শুধু পরিসংখ্যান ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ থেকে সরে আসার আহ্বান জানিয়ে সালেহউদ্দিন বলেন, 'তথ্য অবশ্যই থাকতে হবে। তথ্যর সঙ্গে নিজের অভিজ্ঞতা ও দক্ষতার আলোকেই

সিদ্ধান্ত নিতে হবে, যা জনবান্ধব হয়।' এ সময় তিনি ব্যাংক খাতে সুশাসন, ব্যাংকিং নীতিমালা ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে জোর দেন। তথ্য প্রকাশ করলে তাতে 'বিপদ কেটে যাবে' বলেও মন্তব্য করেন তিনি।

সাবেক এই গভর্নর বলেন, 'অর্থনীতি নিয়ে যত কাজ হচ্ছে, তার চেয়ে বেশি কথা হচ্ছে। ভিয়েতনামের মতো দেশ যা বলে তার ৯০ শতাংশের বেশি করে। আর আমরা টার্গেট নিয়ে কাজ করছি, কিন্তু তার বাস্তবায়ন সেভাবে নেই।'

মুদ্রানীতিতে শুধু সূচকের লক্ষ্যমাত্রা নির্ধারণই উদ্দেশ্য নয় মত দিয়ে তিনি বলেন, 'প্রবৃদ্ধির বিবেচনায় সম্প্রসারণশীল মুদ্রানীতি গ্রহণ করলে টাকার সরবরাহ বাড়াতে হবে। এতে মূল্যস্ফীতি বিবেচনায় নিতে হবে। কিন্তু সংকোচনশীল মুদ্রানীতি নিলে ছোটদের ঋণ পেতে সমস্যা হয়, বড় গ্রহীতাদের কোনো সময় সমস্যা দেখা দেয় না।' মূল্যস্ফীতি বর্তমান বিশ্বের জন্যও চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে ব্যাংক ও আর্থিক খাতের নীতিমালা তৈরির প্রক্রিয়াতে জবাবদিহি থাকার প্রয়োজনীয়তার কথা জানিয়ে ফখরুদ্দীন আহমদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও ব্র্যাকের চেয়ারপারসন হোসেন জিলস্নুর রহমান বলেন, 'সুশাসনের তিনটি পিলার (স্তম্ভ) রয়েছে। এগুলো হচ্ছে পরিসংখ্যানগত তথ্য, নীতি ও তা জনবান্ধব হওয়া। আমাদের নীতিগুলো জনবান্ধব হচ্ছে কি না, তা দেখা প্রয়োজন। সেটি যদি না হয় তাহলে সুশাসন ফিরবে না।'

অর্থনীতি নিয়ে বক্তব্য দেওয়ার সময় সঠিক চিত্র উঠে আসছে না মন্তব্য করে এই গবেষক জানান, সব আলোচনার আগে 'প্রকৃত' শব্দটি যোগ করার প্রয়োজন। ব্যাংকিং, প্রবৃদ্ধি, দারিদ্র্য- প্রত্যেকটা ক্ষেত্রে এখন 'প্রকৃত' শব্দটা জরুরি হয়ে পড়েছে, মন্তব্য করেন তিনি।

ব্যাংকিং অ্যালমানাক প্রকাশনীর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ব্যাংকিং অ্যালমানাকের সম্পাদকীয় পরিষদের সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিক সালাউদ্দিন বাবলু, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) সাবেক চেয়ারম্যান নুরুল আমিন, বাংলাদেশ শিল্প ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আমানুলস্নাহ, বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের (বিএলএফসি) সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান, ব্যাংকিং আ্যালমানাকের নির্বাহী সম্পাদক সৈয়দ জিয়াউদ্দিন আহমেদ এবং ব্যাংকিং অ্যালমানাকের প্রকল্প পরিচালক আবদার রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে