শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীতে অংশগ্রহণ

নতুনধারা
  ০২ ডিসেম্বর ২০২০, ০০:০০

৩০ নভেম্বর থেকে রাজধানীর জাতীয় চিত্রশালায় ১,৩,৫,৬ ও ভাস্কর্য গ্যালারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাসব্যাপী '২২তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী-২০২০' বিশেষ কিউরেটোরিয়াল প্রকল্প। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশের ১২টি শিল্প শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কিউরেটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের চারুকর্ম প্রদর্শনের এক বিরল ও যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। প্রদর্শনীতে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দেশের অন্যতম প্রধান কালচারাল ও সৃজনশীল বিশ্ববিদ্যালয় 'শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি'র চারুকলা অনুষদ 'সৃষ্টির সিঁড়ি' শিরোনামে মাসব্যাপী এ শিল্পকর্ম অনুষ্ঠানে অংশগ্রহণ করে। বিকাল ৪টায় জাতীয় চিত্রশালায় এ অনুষ্ঠানের উদ্বোধন ও পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজিত এ অনুষ্ঠানে সরাসরি অনলাইনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়েদুল কাদের, এমপি। প্রদর্শনীতে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ট অ্যান্ড পেইন্টিং বিভাগ, চারুকলা অনুষদের অধ্যাপক শিল্পী মোস্তাফিজুল হক, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. ইয়াসমীন আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও কিউরেটর দেওয়ান মিজানসহ বিভিন্ন শিল্পীরা অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে