শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাউজানের দীঘি-জলাশয়ে অতিথি পাখির জলকেলি

মীর আসলাম, রাউজান (চট্টগ্রাম)
  ০১ ডিসেম্বর ২০২০, ০০:০০
আপডেট  : ০১ ডিসেম্বর ২০২০, ১০:২৯
অতিথি পাখির কলতানে মুখরিত রাউজানের একটি জলাশয় -যাযাদি

শীতের শুরুতেই এবারও রাউজানে এসেছে নানা রঙের অতিথি পাখি। কুয়াশাঢাকা শীতের সকালে হাজারো পাখির কলকাকলিতে এখন মুখরিত উপজেলার দীঘি- জলাশয়। মনের সুখে পানিতে এদিক সেদিক পাখিদের ছোটাছুটি ও কিচিরমিচির শব্দ স্থানীয়দের মাঝে মুগ্ধতা ছড়াচ্ছে। স্থানীয়রা জানান, শীতের কুয়াশাচ্ছন্ন সকালে পাখির কিচিরমিচির শব্দে তাদের ঘুম ভাঙে। গায়ে চাদর জড়িয়ে অনেকেই দীঘির পাড়ে যান পাখির জলকেলির দৃশ্য উপভোগ করতে। মনোমুগ্ধকর এই দৃশ্য এখন উপভোগ করছেন উপজেলার কদলপুর ইউনিয়নের লস্কর উজির দীঘি ও গহিরা ইউনিয়নের নসরত শাহ দীঘির কাছে বসবাসরত মানুষ। তারা বলেন, দীঘির পানিতে জলকেলির ফাঁকে আকাশে পাখিগুলোর উড়াল দেওয়ার দৃশ্য সবার দৃষ্টি কাড়ে। মুক্ত ডানায় ভর করে আকাশে চক্কর দিয়ে আবারও ফিরে আসে দীঘির জলে। এমন মনোরম দৃশ্য উপভোগ করতে পাখিপ্রেমীরা প্রতিদিন সকালে হাজির হচ্ছেন দীঘির পাড়ে। স্থানীয়রা জানায়, মাঝে মাঝে দুষ্টু শিশু-কিশোরের দল দীঘিতে ভাসমান পাখি লক্ষ্য করে ঢিল ছুড়ে। ঢিলের কারণে পানিতে ঢেউ সৃষ্টি হলে পাখির ঝাঁক কিচিরমিচির শব্দে উপরের দিকে চক্কর দিয়ে আবারও নেমে ডানাঝাপটে মেতে উঠে জলকেলিতে। পাখিপ্রেমীদের মতে, শীত মৌসুমে এখানে আসা অতিথি পাখির কলকাকলিতে ফুটে উঠে গ্রাম বাংলার প্রাকৃতিক রূপ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে