মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর

যাযাদি রিপোর্ট
  ২৯ নভেম্বর ২০২০, ০০:০০

সমন্বয়হীনতার কারণে চট্টগ্রামের উন্নয়ন যেন বাধাগ্রস্ত না হয় সেদিকে সজাগ থাকার আহ্বান জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, চট্টগ্রামের উন্নয়নকে ত্বরান্বিত ও অপার সম্ভাবনাকে কাজে লাগাতে হলে চট্টগ্রাম সিটি করপোরেশন, ওয়াসা, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং চট্টগ্রাম চেম্বার অ্যান্ড কমার্সসহ সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করার কোনো বিকল্প নেই। প্রতিটি প্রতিষ্ঠানকে সমন্বয় করে উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যেতে হবে।

শনিবার সকালে চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত 'চট্টগ্রামের উন্নয়ন, শিল্পায়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রামকে দেশের অর্থনৈতিক কর্মকান্ডের মূল কেন্দ্র হিসেবে উলেস্নখ করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, মিরসরাই থেকে কক্সবাজার পর্যন্ত মেরিন ড্রাইভ নির্মিত হলে অঞ্চলের অর্থনৈতিক কর্মকান্ড বহুলাংশে বৃদ্ধি পাবে।

মিরসরাই ইকোনমিক জোনের কথা উলেস্নখ করে তিনি বলেন, জোন হবে এশিয়ার সেরা একটি জোন। অনেক দেশ এখানে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে।

তাজুল ইসলাম আরও বলেন, চট্টগ্রামের উন্নয়নে যেসব প্রকল্প নেওয়া হয়েছে এবং নতুন যেসব প্রকল্প নেওয়া হবে সেগুলো অবশ্যই সমন্বয় করে নিতে হবে। সমন্বয়হীনতার কারণে যেন একই কাজ বিভিন্ন প্রকল্পের অন্তর্ভুক্ত না হয় সেদিকে দৃষ্টি রাখতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে