বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে পদ্মা নদীর তীরে ইলিশ উৎসব

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  ২৮ নভেম্বর ২০২০, ০০:০০
মুন্সীগঞ্জে পদ্মা নদীর তীরে ইলিশ উৎসব

মুন্সীগঞ্জের পদ্মা নদীর তীরে প্রথমবারের মতো ইলিশ উৎসব পালন করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় লৌহজংয়ের শিমুলিয়া ফেরি ঘাটের নদীবন্দর মাঠে উৎসবটি পালন করা হয়। ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিখিয়েছেন, আমাদের তো গ্যাস ছাড়া অন্য কোনো শক্তি নেই। তাই আমাদের মানবীয় শক্তিকে শক্তিশালী হিসেবে গড়ে তুলতে হবে। প্রত্যেককে নিজের যোগ্যতা অর্জন করতে হবে।

প্রজন্ম বিক্রমপুরের আয়োজনে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, ঢাকা-৪ আসনের সাবেক এমপি সানজিদা খানম, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, জেলা দায়রা জজ আব্দুল হালিম, পুলিশ সুপার আব্দুল মোমেন, সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মো. মহিউদ্দিন আহাম্মেদ, ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, সাবেক মহাসচিব ওমর ফারুক।

ইলিশ উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক মীর নাসির উদ্দিন উজ্জলের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির, স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজী মোজাম্মেল হক, উদযাপন কমিটির সদস্য সচিব ব্যারিস্টার কিবরিয়া শিমুল, উদযাপন কমিটির সদস্য সাইদুল ইসলাম অপু, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ঢালী মোয়াজ্জেম হোসেন ও বলরাম বাহাদুর প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে