শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গুগল ডুডলে মুনীর চৌধুরী

যাযাদি ডেস্ক
  ২৮ নভেম্বর ২০২০, ০০:০০

শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক মুনীর চৌধুরীকে শ্রদ্ধা জানিয়ে ডুডল প্রকাশ করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। শুক্রবার (২৭ নভেম্বর) ছিল তার জন্মদিন।

এ উপলক্ষে তাকে নিয়ে প্রকাশিত ডুডল থেকে দেখা যাচ্ছে, লোগোর মাঝখানে শহীদ মুনীর চৌধুরীর খোলা বই হাতে। গায়ে শাল জড়ানো। চোখে মোটা কালো ফ্রেমের চশমা। ছবির ওপরে ক্লিক করলে মুনীর চৌধুরীর ছবিসহ তার সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়।

মুনীর চৌধুরী ১৯২৫ সালের ২৭ নভেম্বর মানিকগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তবে এই শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচকের পৈতৃক নিবাস নোয়াখালী জেলায়। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর নিশ্চিত পরাজয়ের মুখে পাকিস্তানি বাহিনী তালিকা করে বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করে, সে সময় তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। কর্মজীবনের শুরুতে মুনীর চৌধুরী খুলনার ব্রজলাল কলেজে (বিএল কলেজ) অধ্যাপনা (১৭৪৭-৫০) করেন। পরে ঢাকার জগন্নাথ কলেজ (১৯৫০) এবং শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ও বাংলা বিভাগে (১৯৫০-৭১) অধ্যাপনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে