শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুর ৩৯তম স্প্যান স্থাপন দৃশ্যমান হলো ৫৮৫০ মিটার

যাযাদি ডেস্ক
  ২৮ নভেম্বর ২০২০, ০০:০০
শুক্রবার নির্মাণাধীন পদ্মা সেতুর ৩৯তম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হলো প্রায় ছয় কিলোমিটার। ছবিটি মুন্সীগঞ্জের মাওয়াপ্রান্ত থেকে তোলা -ফোকাস বাংলা

বহুল আলোচিত ও স্বপ্নের পদ্মা সেতুতে ৩৯তম স্প্যান বসানো সম্পন্ন হয়েছে। ৬ হাজার ১৫০ মিটার দৈর্ঘ্যের পদ্মা সেতুতে এই স্প্যান বসানোর পরে দৃশ্যমান হয়েছে ৫ হাজার ৮৫০ মিটার। আর মাত্র দুটি স্প্যান বসানো গেলে দৃশ্যমান হবে বাকি ৩০০ মিটার।

মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের ১০ ও ১১ নম্বর পিলারের ওপর 'টু-ডি' স্প্যানটি বসানো হয়েছে। ৩৮তম স্প্যান বসানোর ছয় দিনের মাথায় স্প্যানটি বসানো হয়।

শুক্রবার দুপুর ১২টা ২৩ মিনিটে মাওয়া প্রান্তের ১০ ও ১১ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানো হয়েছে বলে নিশ্চিত করেন সেতুর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক (মূল সেতু) দেওয়ান আবদুল কাদের।

এর আগে সকাল ৯টায় ৩৬০০ টন ধারণ ক্ষমতার ভাসমান ক্রেন 'তিয়ান-ই' মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি বহন করে রওনা দেয়। এরপর নির্ধারিত পিলারের কাছে এসে পৌঁছায় সকাল ৯টা ৪০ মিনিটের দিকে।

পদ্মা সেতুর প্রকৌশলী সূত্র জানায়, দুই পিলারের মধ্যবর্তী স্থানে স্প্যান বহনকারী ভাসমান ক্রেনটি পৌঁছে নোঙর করার কাজ শুরু করে। ৬টি ক্যাবলের (তার) মাধ্যমে মূল নদীতে নোঙর সম্পন্ন করে পজিশনিং করার কাজটি সম্পন্ন করে। এরপর স্প্যানটিকে ইঞ্চি ইঞ্চি মেপে তোলা হয় পিলারের উচ্চতায়। তারপর রাখা হয় দুটি পিলারের বেয়ারিংয়ের উপর। এর মাধ্যমে দৃশ্যমান হয়েছে সেতুর ৫৮৫০ মিটার।

এদিকে, সেতুর ১০ ও ১১ নম্বর পিলারের আশেপাশে চলাচলকারী নৌযানগুলো যাতে স্প্যান বসানোর কার্যক্রমকে বাধাগ্রস্ত না করে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। দুটি বোট সারাক্ষণ সেখানে অবস্থান করে নিরাপদ দূরত্ব দিয়ে নৌযান চলাচলের জন্য নির্দেশনা দেয়।

প্রকৌশলী সূত্রে জানা যায়, গেল মাসেও টার্গেট অনুযায়ী চারটি স্প্যান বসানো হয়েছে সেতুতে। আর ৩৯তম স্প্যানটি বসানোর মাধ্যমে চারটি স্প্যান বসানোর টার্গেট সম্পন্ন হয়েছে। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে সেতুর ১১ ও ১২ নম্বর পিলারে ৪০তম স্প্যান (স্প্যান ২-ই) বসানোর পরিকল্পনা আছে প্রকৌশলীদের। চলতি বছরের বিজয় দিবসের আগেই মাওয়া প্রান্তে ৪১তম স্প্যানটি বসার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে