শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চমেকের দুই চিকিৎসকসহ ৪ জনকে দুদকে জিজ্ঞাসাবাদ

ম যাযাদি ডেস্ক
  ২৭ নভেম্বর ২০২০, ০০:০০

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরীর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তদন্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের দুই চিকিৎসক, এক কর্মকর্তা ও এক কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদক জেলা কার্যালয়-২ এর উপ-সহকারী পরিচালক মো. শরিফ উদ্দিন এই চারজনকে জিজ্ঞাসাবাদ করেন।

জিজ্ঞাসাবাদ করা চারজন হলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. আখতারুল ইসলাম, রক্ত পরিসঞ্চালন বিভাগের প্রধান ডা. তানজিলা তাবিব চৌধুরী, টেন্ডার শাখার প্রধান মঈনুদ্দিন আহমেদ ও তার স্ত্রী অফিস সহকারী কানিছ ফাতেমা।

দুদক সূত্র জানায়, টেন্ডার প্রক্রিয়া নিয়ে টেন্ডার শাখার প্রধান মঈনুদ্দিন আহমেদ জিজ্ঞসাবাদ করা হয়- 'কেন ঘুরেফিরে একই ব্যক্তি বা প্রতিষ্ঠান টেন্ডার পায়। অন্যরা পায় না কেন? রক্ত পরিসঞ্চালন বিভাগের প্রধান ডা. তানজিলা তাবিব চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করা হয়- বস্নাড ব্যাংকের নানা অনিয়ম নিয়ে। এছাড়া চমেকের নানা দুর্নীতি-অনিয়ম, হয়রানির বিষয়ে ডা. আখতারুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে