শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শীতের সবজিতে ভরে উঠেছে মেহেরপুরের মাঠ

ম গোলাম মোস্তফা, মেহেরপুর
  ২৫ নভেম্বর ২০২০, ০০:০০

মেহেরপুরের সবজি বাজার জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। হরেক রকমের শীতের সবজিতে ভরে গেছে কৃষকের মাঠ। গ্রামের মাঠে মাঠে এখন চলছে শীতের সবজি তোলা ও বাজারজাত করার কাজ। সবজি বিক্রি করে অধিক মুনাফার আশায় চাষি ও কৃষকরা এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন।

ঐতিহাসিক মুজিবনগর খ্যাত মেহেরপুর জেলা সবজি চাষে অতি পরিচিত নাম। এই জেলার অনেক গ্রামে শুধুই সবজির আবাদ হয়। সারাবছর বিভিন্ন জাতের সবজি চাষ হয় এই জেলায়। বিশেষ করে শীতকে সামনে রেখে চাষিরা ব্যাপক পরিমাণ সবজির চাষ করে। পালংশাক, লালশাক, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, শিম, করলা, মুলাসহ বিভিন্ন জাতের সবজিতে এখন ভরে গেছে মেহেরপুরের হাটবাজার। প্রতিদিন তরতাজা সবজি মাঠ থেকে বাজারে যাচ্ছে। কৃষি বিভাগের হিসাবে জেলায় এবার প্রায় পাঁচ হাজার হেক্টর জমিতে বিভিন্ন ধরনের সবজি আবাদ হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ স্বপন কুমার খাঁ জানান, অতিবর্ষণে আগাম সবজির কিছুটা ক্ষতি হলেও বর্তমানে শীতের সবজি বিক্রি করে চাষিরা ক্ষতি পুষিয়ে নিচ্ছেন। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় মেহেরপুরে সবজির সুনাম থাকায় প্রতিদিনই বিভিন্ন ধরনের সবজি জেলার বাইরে রপ্তানি হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে