বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চউক চেয়ারম্যানের সঙ্গে রাসিক মেয়রের সৌজন্য সাক্ষাৎ

নতুনধারা
  ২৩ নভেম্বর ২০২০, ০০:০০

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ.এইচ.এম. খায়রুজ্জামান লিটন সম্প্রতি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষের সঙ্গে চউক সভাকক্ষে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও মেয়রপত্নী শাহীন আকতার, রাজশাহীর বীর মুক্তিযোদ্ধা নওশের আলী এবং চউকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। চউক প্রকৌশলী মোস্তফা জামালের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সচিব ইয়াছমিন পারভীন তিবরীজি। আলোচনায় অংশগ্রহণ করেন চউকের প্রধান নগর পরিকল্পনাবিদ মো. শাহীনুল ইসলাম খান চট্টগ্রাম মহানগরীর মাস্টার পস্ন্যান নিয়ে ৩ডি এনিমেশন উপস্থাপন করে বক্তব্য প্রদান করেন। পরে চউক প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস চউকের উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা করেন। বিশেষত চট্টগ্রাম সিটি আউটার রিং রোড প্রকল্পসহ পতেঙ্গা সৈকত নিয়ে চউকের উন্নয়ন পরিকল্পনা ও পর্যটন শিল্পের বিকাশে গৃহীত প্রকল্পসমূহের বিষয়ে বিস্তারিত প্রকল্প প্রস্তাবনাসহ সম্পাদিত উন্নয়ন কর্মকান্ডের ওপর প্রতিবেদন প্রদান করেন। এছাড়া চট্টগ্রামের মেগা প্রকল্প বঙ্গবন্ধু টানেলের সঙ্গে সংযোগ স্থাপনকারী রিং রোড এবং এলিভেটেড এক্সপ্রেস ওয়ে কীভাবে দক্ষিণ চট্টগ্রামের সঙ্গে সংযোগ স্থাপন করে অর্থনৈতিক উন্নয়ন সাধন করবে তার ওপর প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান উপস্থাপন করেন। প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র বলেন, বাংলাদেশের লাইফলাইন হিসেবে বিবেচিত চট্টগ্রাম নগরীর উন্নয়নে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ যেসব প্রকল্প বাস্তবায়ন করছে তা দেখে তিনি চমৎকৃত হয়েছেন। তিনি পদ্মা নদীর তীরবর্তী শহর রাজশাহীতেও চট্টগ্রাম শহরের পতেঙ্গার আদলে একটি বিনোদন কেন্দ্র গড়ে তোলার অভিপ্রায় ব্যক্ত করে একটি প্রকল্প বাস্তবায়নে চউকের প্রকৌশলী ও নগর পরিকল্পনাবিদদের সহায়তা কামনা করে চউকের একটি টিমকে রাজশাহী ভ্রমণের আমন্ত্রণ জানান। এর আগে মেয়রের সহধর্মিণী চট্টগ্রাম ভ্রমণ করে এর সৌন্দর্য নিজে না দেখলে বোঝা যাবে না মর্মে মতপ্রকাশ করেন। চউক চেয়ারম্যান সমাপনী বক্তব্যে রাজশাহী সিটি মেয়রের চট্টগ্রাম আগমনে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতার অন্যতম এ.এইচ এম. কামরুজ্জামানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সবশেষে অতিথিকে চউক চেয়ারম্যান ক্রেস্ট উপহার প্রদান করে সভার সমাপ্তি ঘোষণা করেন। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে