বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ডা. জীবেশ কুমারকে ঢাকায় স্থানান্তর

নতুনধারা
  ২৩ নভেম্বর ২০২০, ০০:০০

করোনাভাইরাসে আক্রান্ত বগুড়া মেডিকেল কলেজের ডাক্তার জীবেশ কুমারকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। শনিবার দিবাগত রাতে জরুরি ভিত্তিতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই-১৭১ এসএইচ হেলিকপ্টার যোগে বগুড়া থেকে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশ বিমান বাহিনী সরকারের নীতিমালা অনুসরণ করে সর্বদা জরুরি সহায়তা প্রদান করে আসছে। ্তুওহ অরফ :ড় ঈরারষ চড়বিৎ্থ এর আওতায় করোনাভাইরাস প্রতিরোধকল্পে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের প্রতিশ্রম্নতি নিশ্চিতকল্পে বিমান বাহিনী জরুরি বিমান পরিবহণ এবং মেডিকেল ইভাকোয়েশন (গঊউঊঠঅঈ) সেবা পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায়, বিমান বাহিনী প্রধানের দিকনির্দেশনায় এই মেডিকেল ইভাকোয়েশন (গঊউঊঠঅঈ) মিশন পরিচালনা করা হয়।

ডাক্তার জীবেশ কুমার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়। আইএসপিআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে