শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হলমার্কের ৩৮৩৪ শতক জমির মালিক এখন সোনালী ব্যাংক

ম যাযাদি রিপোর্ট
  ২৩ নভেম্বর ২০২০, ০০:০০

হলমার্ক ফ্যাশন লিমিটেডের ৩ হাজার ৮৩৪ শতক জমির ভোগ-দখলের মালিক এখন রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংক। রোববার ঢাকার অর্থঋণ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন সোনালী ব্যাংককে হলমার্ক ফ্যাশনের তিন হাজার ৮৩৪ শতক জমির ভোগ-দখল বিষয়ে সদনপত্র দেন।

হলমার্ক ফ্যাশনের এমডি তানভীর আহম্মেদ ও চেয়ারম্যান জেসমিন আক্তার সোনালী ব্যাংকের কাছ থেকে এ জমি বন্ধক দেওয়ার শর্তে ঋণ নিয়েছিলেন। এরপর তারা আর সম্পত্তি বন্ধক দেননি। এ ঋণের পরিমাণ সুদসহ দাঁড়ায় ৫৮৭ কোটি ৮৮ লাখ ৫৯ হাজার ৫১২ টাকা। এ ঋণের টাকার জন্য সোনালী ব্যাংক ২০১৮ সালে একটি মামলা দায়ের করে। সোনালী ব্যাংকের প্যানেল আইনজীবী জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

আইনজীবী জাহাঙ্গীর হোসেন বলেন, হলমার্ক এমডি ও চেয়ারম্যান সোনালী ব্যাংকে সম্পত্তি বন্ধক দেওয়ার শর্তে ঋণ নিয়েছিলেন। তারা ঋণের টাকা পরিশোধ না করায় আমরা ২০১৮ সালের ১ জানুয়ারি আদালতে মামলা দায়েরের পর ২০১৯ সালের ১৩ নভেম্বর হলমার্কের তিন হাজার ৮৩৪ শতক জমি ক্রোক করার আবেদন করা হয়। আজ (রোববার) আদালত হলমার্কের জমির ভোগ-দখলের মালিকানার সনদ সোনালী ব্যাংককে দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে