আট হাজারের বেশি চিকিৎসক-স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

প্রকাশ | ২৭ অক্টোবর ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
দেশে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীসহ সংখ্যা আট হাজার ৮৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে চিকিৎসক দুই হাজার ৮৫২ জন, নার্স এক হাজার ৯৬৬ জন এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারী তিন হাজার ২৬৬ জন। রোববার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাস্থ্যকর্মীদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে রাজধানী ঢাকায়। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮১৮ জন চিকিৎসক, ৭৮৫ জন নার্স ও ৪৪৫ জন অন্যান্য কর্মকর্তা-কর্মচারী করোনা আক্রান্ত হন।