শি ক্ষা ঙ্গ ন স ং বা দ

ক্যারিয়ার বিষয়ে বিইউবিটি এবং রবির যৌথ ওয়েবিনার

প্রকাশ | ২৭ অক্টোবর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
ডিজিটাল ও কোভিড-পরবর্তী যুগের ক্যারিয়ার উন্নয়ন বিষয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) এবং মোবাইল অপারেটর রবির যৌথ আয়োজনে 'ক্যারিয়ার প্রগ্রেশন ইন দ্য ডিজিটাল অ্যান্ড পোস্ট কোভিড ইরা' শীর্ষক একটি ওয়েবিনার গত ২৪ অক্টোবর সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফৈয়াজ খান ওয়েবিনারের উদ্বোধন করেন। রবি আজিয়াটা লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মাহতাব উদ্দিন আহমেদ এতে প্রধান বক্তা ছিলেন। উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আলী নূর এবং বিইউবিটির অন্যান্য শীর্ষ কর্মকর্তা ওয়েবিনারে যুক্ত ছিলেন। বিইউবিটি এবং রবির ফেসবুক পেজে অনুষ্ঠানটি সরাসরি দেখানো হয়। প্রফেসর সৈয়দ আনোয়ারুল হক, ডিন, ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ, প্রফেসর ড. সৈয়দ মাসুদ হুসেন, ডিন, ফ্যাকাল্টি অব বিজনেস, ড. মো. হারুন-অর-রশিদ, রেজিস্ট্রার, ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেন। বিজ্ঞপ্তি