শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকারের ভ্রান্তনীতির কারণে দেশ ভুল পথে যাচ্ছে : ডা. জাফরুলস্নাহ

যাযাদি রিপোর্ট
  ২৭ অক্টোবর ২০২০, ০০:০০
ডা. জাফরুলস্নাহ চৌধুরী

সরকারের ভ্রান্তনীতির কারণে দেশ ভুল পথে অগ্রসর হচ্ছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুলস্নাহ চৌধুরী।

সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে (একাংশ) সভাপতি রুহুল আমিন গাজীর মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত ইবনে মঈন চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রোকন, মহাসচিব এম আবদুলস্নাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের-ডিইউজে (একাংশ) সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক বাকের হোসাইন প্রমুখ।

জাফরুলস্নাহ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী সাংবাদিকদেরকে আহ্বান করেছেন, কোনও প্রকার হলুদ সাংবাদিকতা যেন না হয়। কিন্তু হলুদ সাংবাদিকতাতো এই সরকার সৃষ্টি করছে। সাংবাদিকরা হলেন সত্য অনুসন্ধানী। সব সময় সত্য প্রকাশ করেন তারা। আর এখন সরকারের সবচেয়ে বড় বন্ধু হলুদ সাংবাদিকরা। প্রকৃত সাংবাদিকরা সঠিক তথ্যকে সামনে তুলে ধরেন। সেই সাংবাদিকদের কণ্ঠ যখনই রোধ করেন, তখনই দেশে জঙ্গিবাদের উত্থান হয়। সরকারের ভুল নীতি, ভুল পথে অগ্রসর হওয়ার কারণে দেশকে বাধ্য করছে একটা ভুল পথে অগ্রসর হওয়ার জন্য।

তিনি বলেন, আজ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সম্মিলিতভাবে কথা বলার অধিকার ফিরিয়ে আনতে হবে। তাহলে দেশে প্রকৃত গণতন্ত্র ফিরে আসবে।

বক্তব্য দেওয়ার আগেই ডা. জাফরুলস্নাহ চৌধুরী অসুস্থবোধ করলে চেয়ারে বসে বক্তব্য রাখেন। পরে দ্রম্নত ধানমন্ডি নগর গণস্বাস্থ্য হাসপাতালে যাওয়ার পর প্রফেসর ডা. নজিব মোহাম্মদ তার শারীরিক চেকআপ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<116683 and publish = 1 order by id desc limit 3' at line 1