সারাদেশে প্রাথমিক শিক্ষকদের বদলি বন্ধের নির্দেশ

প্রকাশ | ২৭ অক্টোবর ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
চলমান মহামারি করোনাভাইরাসের কারণে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার দেশের আটটি বিভাগের উপ-পরিচালককে এই নির্দেশনা দিয়ে চিঠি দিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। অধিদপ্তরের (পলিসি ও অপারেশন) খালেদ আহম্মেদ স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, মহামারি করোনাভাইরাসের কারণে সারাদেশের প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। এ অবস্থায় শিক্ষকদের সব ধরনের বদলি কার্যক্রম বন্ধ রাখা সমীচীন। তাই করোনার কারণে বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষকদের সব ধরনের বদলি বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো। দুই বছর ধরে শিক্ষকদের বদলি কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষক বদলি আধুনিকায়সের অংশ হিসেবে আগামী বছর থেকে অনলাইনে করার প্রস্তুতি চলছি, এরমধ্যে এ নির্দেশনা এলো।