সৌদি ফিরতে পেরেছেন অর্ধেকের বেশি প্রবাসী

প্রকাশ | ২৭ অক্টোবর ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
করোনাভাইরাসের কারণে প্রায় ৫৫ হাজার সৌদিগামী বাংলাদেশি শ্রমিক দেশে আটকা পড়েন। অবশেষে নানা কাঠখড় পেরিয়ে গত রোববার পর্যন্ত আটকে পড়া ৩১ হাজার ৩১৬ জন অভিবাসী বাংলাদেশি শ্রমিককে সৌদি আরবে পৌঁছে দিয়েছে বিমান বাংলাদেশ ও সৌদিয়া এয়ারলাইন্স। দেশে ফেরত আসা বিশালসংখ্যক যাত্রীকে সৌদি আরব নিয়ে যাওয়ার চাপের মধ্যে বিমান ও সৌদিয়া এয়ারলাইন্স। এরমধ্যে সুখবর দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অন্য এয়ারলাইন্সে করে ছুটিতে দেশে ফেরা অভিবাসী শ্রমিকদের সৌদি আরবে পৌঁছে দেবে। এ বিষয়ে বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোকাব্বির হোসেন যায়যায়দিনকে বলেন, তিনি জানান, বিমান ইতোমধ্যে ৪০টি ফ্লাইটের মাধ্যমে ১৪ হাজার ৩১৬ জন বাংলাদেশিকে জেদ্দা, রিয়াদ ও দাম্মামে পৌঁছে দিয়েছে। সৌদিয়া এয়ারলাইন্সের বিপণন বিভাগের কর্মকর্তা আব্দুল মান্নান জানান, তারা ২৩ সেপ্টেম্বর থেকে ৪৮টি ফ্লাইটের মাধ্যমে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে ১৭ হাজারের বেশি বাংলাদেশিকে পৌঁছে দিয়েছেন।