বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজধানীর হাসপাতাল-ক্লিনিককে কঠোর হুঁশিয়ারি দুই মেয়রের

যাযাদি রিপোর্ট
  ২৫ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

রাজধানীর হাসপাতালগুলোর কর্মকান্ড ও চিকিৎসাসেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকার দুই মেয়র। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস প্রায় অভিন্ন ভাষায় হাসপাতালগুলোকে সতর্ক বার্তা দিয়েছেন। বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দুইজনেই হাসপাতালগুলোকে নিয়ম মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, যে হাসপাতালগুলো আমার কাছ থেকে টাকা নিয়ে বড়লোক হচ্ছে, কিন্তু তারা তাদের নিয়ম মেনে চলছে না, তাদের একটি নিয়মের মধ্যে আনতেই হবে। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, সিটি করপোরেশনের নিবন্ধন ছাড়া কোনো বেসরকারি হাসপাতাল ও ক্লিনিককে চলতে দেওয়া হবে না। তিনি বলেন, আমরা এরই মধ্যে একটা বিধিমালা ও প্রবিধান করব। সুনির্দিষ্টভাবে চিকিৎসা বর্জ্য কীভাবে ব্যবস্থাপনা করতে হবে, কী কী অবকাঠামো এতে থাকবে, সেটা উলেস্নখ করা হবে। বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে দেশের সব সিটি করপোরেশন এলাকাসহ নগরবাসীর জনস্বাস্থ্য বিবেচনায় চিকিৎসা বর্জ্যের নিরাপদ ব্যবস্থাপনা এবং এ বিষয়ে সিটি করপোরেশন পৌরসভাগুলোর সঙ্গে সমন্বয় শীর্ষক এক সভায় ডিএনসিসি ও ডিএসসিসি মেয়রদ্বয় এসব কথা বলেন। স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। এ সময় স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করে মেয়র আতিকুল ইসলাম বলেন, যার যার বর্জ্য কবে থেকে নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে, সেটা বলে দিতে হবে। এর কোনো বিকল্প নেই। আজকের মিটিং থেকে তারিখ নির্দিষ্ট করে দিন। অনেক সরকারি হাসপাতালে পেছনে খোলা জায়গায় বর্জ্য পোড়ান হচ্ছে, এতে পরিবেশের ক্ষতি হচ্ছে। সরকারি হাসপাতালই এমন যদি করে বেসরকারি হাসপাতালগুলো খাল-বিলে বর্জ্য ফেলছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনাসহ প্রত্যেকটি বিষয় উলেস্নখ করে নিবন্ধনের আওতায় এনে বাস্তবায়নে বাধ্য করা হবে। আমাদের নিবন্ধন ছাড়া কোনো বেসরকারি হাপাতাল-ক্লিনিক চলতে দেওয়া হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে