শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গণতন্ত্রের জন্য কাজী জাফর শেষ পর্যন্ত সংগ্রাম করেছেন : ফখরুল

যাযাদি রিপোর্ট
  ৩০ আগস্ট ২০২০, ০০:০০
মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কাজী জাফর আহমদ গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। তার লক্ষ্য ছিল জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন। শনিবার প্রয়াত কাজী জাফর আহমদের ৫ম মৃতু্যবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে 'ইতিহাসে সমুজ্জ্বল কাজী জাফর আহমদ' শিরোনামে এক ভার্চুয়াল আলোচনা সভায় যোগ দিয়ে ফখরুল এ কথা বলেন। কাজী জাফরের মেয়ে কাজী জয়া আহমদের সঞ্চালনায় ফেসবুকে প্রচারিত এই আলোচনায় অন্যদের মধ্যে অংশ নেন শান্তিতে নোবেলজয়ী ড. মুহম্মদ ইউনুস, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পার্টি (জাফর) সভাপতি মোস্তফা জামাল হায়দার প্রমুখ। মির্জা ফখরুল বলেন, অসাধারণ নেতা কাজী জাফর নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র, তিনি যখন ছাত্র রাজনীতি করেছেন তখন সবার দৃষ্টি আকর্ষণ করেছেন। আবার শ্রমিক রাজনীতিতে গিয়ে কিংবদন্তি শ্রমিকনেতায় পরিণত ছিলেন। গুমের আতঙ্ক এখন সর্বত্র পরিব্যাপ্ত এদিকে, 'আন্তর্জাতিক গুম দিবস' উপলক্ষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে আমি হারিয়ে যাওয়া মানুষদের জন্য উদ্বেগ প্রকাশ করছি। তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। জিয়া আনুগত্য করেননি : রিজভী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ১৫ আগস্টের সময় জিয়াউর রহমান সেনাবাহিনীর দ্বিতীয় কর্মকর্তা ছিলেন। ১৫ আগস্ট রাত পর্যন্ত যারা মন্ত্রী ছিলেন তারা গিয়ে শপথ নিলেন খন্দকার মোশতাকের ক্যাবিনেটে। ওই ক্যাবিনেটের ২৩ জন মন্ত্রীর মধ্যে ২২ জনই বাকশালের মন্ত্রী ছিলেন। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাকশালের মন্ত্রিসভা ছিল। সেনা, নৌ ও বিমানবাহিনীর তিনজন প্রধান খন্দকার মোশতাকের কাছে গিয়ে আনুগত্য করলেন। জিয়াউর রহমান তো যাননি। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে 'জাতীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম ৭১'-এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 'জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও আজকের বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভায় রিজভী এ কথা বলেন। সংগঠনের সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে এ সময় বিএনপির খায়রুল কবির খোকন, আবদুস সালাম, আবু নাসের মোহাম্মদ রহমতুলস্নাহ, নিপুন রায় চৌধুরী, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে