হয়রানির শিকার প্রবাসী শ্রমিকদের ভরসার নাম নাজমুল
প্রকাশ | ৩০ জুলাই ২০২০, ০০:০০
অনলাইন ডেস্ক
বিশ্বের বিভিন্ন দেশে এক কোটি ২৫ লাখ বাংলাদেশি শ্রমিক আছেন। রেমিট্যান্সযোদ্ধা হিসেবে এই শ্রমিকরা নীরবেই দেশের অর্থনীতিতে ভূমিকা রেখে যাচ্ছেন। সেই শ্রমিকদের বিদেশে সহায়তা করার জন্য সেবা ও সুযোগ বেশ অপ্রতুল বলা যায়। অনেক প্রবাসী শ্রমিক হয়রানির শিকার হন, বিভিন্নভাবে জেল-জরিমানার শিকার হন। তাদের কাছে এক ভরসার নাম নাজমুল খান।
কর্মসূত্রে সিঙ্গাপুরে বসবাস করলেও প্রবাসী বাংলাদেশিদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন নাজমুল ও তার বন্ধুরা। প্রবাসীদের সহায়তা করতে ও বাংলাদেশের ভাবমূর্তি বাড়াতে ২০১৯ সালের জুন মাসে আরেক সৃজনশীল তরুণ মামুন খানকে নিয়ে প্রতিষ্ঠা করেন ২৪ এশিয়া নামের একটি সামাজিক পস্ন্যাটফর্ম। শুরু থেকেই কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও দুবাইয়ের বন্ধুদের পাশে নেন তিনি।
নাজমুলের ভাষ্যে, 'যেকোনো ক্ষেত্রে আমাদের এক হয়ে কাজ করতে হবে। অনেকে মিলে কাজ করলে একতাবদ্ধ হয়ে অনেক বড় বড় কাজ করা যায়। বিভিন্নভাবে জুলহাস, জুবায়ের, জাব্বির, রাশেদ, মুমিন, রকি, নাসরিন ও সজীবসহ তাশরীফ, রুবেল, রিয়াজ, ওমর ফারুক নামের অনেক তরুণ যুক্ত হয় আমাদের সঙ্গে।'
নাজমুলদের মূল উদ্দেশ্য হচ্ছে, বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরা, আর্থ-সামাজিক অবস্থা পরিবর্তনে বেকার সমস্যা দূর করা, রেমিট্যান্স বৃদ্ধির জন্য কার্যকর কৌশল প্রণয়নে গবেষণা পর্যায়ে কাজ করা। প্রবাসী শ্রমিকদের অধিকার আদায়ে বেশ সচেষ্ট নাজমুল সিঙ্গাপুরে বসবাসকারী বাংলাদেশিদের দক্ষতা বিকাশে কাজ করে যাচ্ছেন। অনেকে কিছু না জেনে বিদেশে চলে যান। তাদের পরামর্শক হিসেবে নাজমুল যেন এক ভরসা। যেসব শিক্ষার্থী ও তরুণ সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে পা রাখেন, তাদের পড়াশোনা, ক্যারিয়ার, চাকরি-বাকরি, স্বাস্থ্যসেবা, বাসস্থানসহ বিভিন্ন বিষয়ে দিকনিদের্শনাসহ বিভিন্নভাবে সহায়তা করছেন নাজমুল।
নাজমুল বলেন, 'আমাদের প্রবাসী শ্রমিকদের অর্ধেকই তরুণ। তারা সুযোগ পেলে বড় বড় কাজ করতে পারে। আমাদের সামাজিকভাবে তাদের সম্মান বিকাশে কাজ করতে হবে।' বিজ্ঞপ্তি