একুশ তুমি আসবে বলে
প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৮
মো. জিলস্নুর রহমান
একুশ তুমি আসবে বলে জাগ্রত বাঙালি জাতি, একুশ তুমি আসবে বলে ঘরে ঘরে জ্বলছে মোমের বাতি। একুশ তুমি আসবে বলে লজ্জিত ঐ মৌলবাদের দল. বাংলা ভাষায় অনিহা তাদের ওরা করছে হরেক ছল। বরকত, সালাম, রফিক, জববার, বাংলা ভাষার জন্য দিয়েছিল প্রাণ, তবেইতো বাঙালি জাতি আজ বাংলায় লিখছে গল্প কবিতা, বাংলায় গাহিছে গান।