বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

রাষ্ট্রভাষা

আব্দুস সালাম
  ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
আপডেট  : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৯
.

বাঙালিরা নয় তো ভীরু খুব সাহসী বীর প্রতিবাদে বুক কাঁপে না উঁচু রাখে শির; বীর বাঙালির করতে শোষণ নানান ষড়যন্ত্র উর্দু হবে রাষ্ট্রভাষা এটাই যে মূলমন্ত্র। জানবে না কেউ লেখাপড়া ধ্বংস হবে শিক্ষা চাকর-বাকর হবে তারা করবে শেষে ভিক্ষা ধ্বংস হবে অর্থনীতি বঞ্চনার সব তত্ত্ব পরিষদে বলেছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত। যুক্তিগুলো মানল না কেউ দেয়নি পাকি ছাড় ভেঙে দেবে বাঙালিদের মেরুদন্ড ঘাড়; উর্দুই হবে রাষ্ট্রভাষা বলল আবার জিন্নাহ ঠিক প্রতিবাদ করল সেদিন জানাই সবাই ঘৃণা। পাক শাসককে করেছিল কত রকম রঙ্গ মিছিল করে বরকতেরা আইন করে ভঙ্গ; পাক শাসকে হার মেনেছে হয়নি দাবি খর্ব রাষ্ট্রভাষা বাংলা পেলাম এটাই মোদের গর্ব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে