মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রেন্ডস ফোরাম কটিয়াদী শিক্ষামূলক বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে। গত সপ্তাহে বাগেরহাটে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে টাউন নওয়াপাড়া সুন্দরবন ম?্যানগ্রোভ পাবলিক লাইব্রেরি নিজস্ব কক্ষে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়। ওই প্রতিযোগিতাই অংশগ্রহণ করেন আলহেরা আলিম মাদ্রাসা ও বড় বাড়িয়া লাল চন্দ্রপুর দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা। ফেব্রম্নয়ারি মাসব?্যাপী এই কর্মসূচি চলমান থাকবে। ওই প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা থেকে আগত বিশিষ্ট কবি আজাদুল হক ও বড় বাড়িয়া লাল চন্দ্রপুর দাখিল মাদ্রাসার সহকারী সুপারিনটেনডেন্ট মাওলানা মোহাম্মদ ইকরাম হোসেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ফ্রেন্ডস ফোরামের আহ্বায়ক কবি ও গবেষক শেখ মনিরুজ্জামান লাভলু এবং ফোরামের উপদেষ্টা বাগেরহাট প্রতিনিধি মিজানুর রহমান মিঠু। ফ্রেন্ডস ফোরামের এই মহৎ উ?েদ্যাগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন শিক্ষার্থীদের অভিভাবকরা। পরবর্তী সময়ে গুণীজনদের নিয়ে বড় পরিসরে শিক্ষামূলক কর্মসূচি পালন করা হবে। উপদেষ্টা ফ্রেন্ডস ফোরাম বাগেরহাট