ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত- কবিতার অমোঘ সত্য আজ বাস্তব হয়ে ফুটে উঠেছে ফুলে ফুলে, নানা রঙে সুশোভিত ও সুসজ্জিত হয়ে। কিশোরগঞ্জের কটিয়াদীতে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আয়োজনে ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন ঋতুরাজ বসন্তের শুভেচছা বিনিময় করেছে জেজেডি ফেন্ডস ফোরামের বন্ধুরা। সোমবার বিকালে কটিয়াদী সরকারি কলেজ মাঠে দৈনিক যায়যায়দিন কটিয়াদী উপজেলা প্রতিনিধি ও উপজেলা ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা মাসুম পাঠানের পরিচালনায় ফুলেল শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ ঈশা খান, ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা ও কটিয়াদী প্রেস ক্লাবের আহ্বায়ক এ কে এম ফজলুল হক জোয়ারদার আলমগীর, ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা ও কটিয়াদী প্রেস ক্লাবের সদস্য সচিব মাইনুল হক মেনু, দৈনিক যুগান্তরের মনোহরদী উপজেলা প্রতিনিধি হারুন অর রশিদ, ফ্রেন্ডস ফোরামের সাধারণ সম্পাদক ডা. শামীম ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও কটিয়াদী সদর ভোগপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. খাইরুল ইসলাম, সমাজসেবক জুবায়ের মাসুম, শারমিন ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী রাজিব আহমেদ, সাংবাদিক মিয়া মোহাম্মদ সিদ্দিক, ছাত্র অধিকার পরিষদের নেতা ইমরান খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য রাজিব ভূঁইয়া, বাংলাদেশ কম্পিউটার অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষক আইরিন সুলতানা, ফ্রেন্ডস ফোরামের সদস্য ফাহমিদা সুলতানা, আনিকা ইসলাম, সানজিদা ইসলাম জুঁই, সুরাইয়া ইসলাম ছাদিয়া, রোকসানা আক্তার, জুলেখা আক্তার, জবা আক্তার, রাফিয়া সুলতানা কাশমি, আকলিমা আক্তার প্রমুখ। শুভেচ্ছা বিনিময়ের সময় বন্ধুরা বলেন, বসন্ত ও ভালোবাসা দিবস সর্বজনীন। সুজলা-সুফলা-শস্য-শ্যামলা এই বাংলায় স্বল্পকালীন হলেও ফিরে ফিরে আসে ছয়-ছয়টি ঋতু। ভালোবাসার জন্য দিবস কোনো বড় বিষয় নয়। প্রতিদিন ভালোবাসুন, সবাই এই বসন্ত দিনে ভালোবাসা ছড়িয়ে দেই সবার মাঝে। উপদেষ্টা, ফ্রেন্ডস ফোরাম কটিয়াদী, কিশোরগঞ্জ।