বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
ম্যাজিকাল বক্স খেলা

ভালোবাসা সে যেন এক নষ্টালিজিয়া

  ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
আপডেট  : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২১
ভালোবাসা সে যেন এক নষ্টালিজিয়া
উপস্থাপনায় মো. ওবায়দুর রহমান বাদল

বক্সটির্ যাপিং দ্বারা মোড়ানো। ভেতরে একটি রুচিসম্পন্ন গিফট। বিভিন্ন গান ও কবিতার চরণ ট্টল দ্বারা রচিত কথা অনুসারে একেকজনের হাতে হাতে ঘুরতে থাকবে। সর্বশেষ কথা অনুসারে যার হাত বক্সটি থাকবে তিনি হবেন বিজয়ী। এটি পরিচালনা করেন বাদল ভাই। তিনি বলেন, আসা-যাওয়ার এই দুনিয়ায় যে আসে আর সেই চলে যায় কেউ চিরদিন রয় না হেথায় স্মৃতিটুকু শুধু পড়ে থাকে। গান কবিতায় সাজানো শুরু হয় খেলা... তুমি একজনই শুধু বন্ধু আমার শত্রম্নও তুমি, একজন তাই তোমাকেই ভালো লাগে; দিদার ভাইয়ের হাতে দিয়ে খেলাটি শুরু করলেন বাদল ভাই। সারাটি জীবন ধরে তোমারই পাশে মোরে ছায়া করে রেখ জনম মরণ পাশে থেকো এ চরণ অনুসারে সেলিম ভাই সাজ্জাদ ভাইয়ের হাতে দিলেন। এ জীবনে আমি যারে চেয়েছি আঁখি বলে তার দেখা পেয়েছি, সে আমায় আজ কথা দিয়েছে সে আমার চিরদিনই সে আমার। এ চরণ ধরে তিনি খুঁজে পেলেন আফরিনকে। আমি তোমার পাশে যেমন আছি থাকব চিরদিন দু'টি মনের একটি পৃথিবীতে সেখান থেকে পারবে না কেউ তোমায় কেড়ে নিতে। এ চরণের কথায় মিল রেখে এটা উঠল সাখাওয়াতের হাতে। যেদিন জীবনে তুমি প্রথম দিলে গো দেখা সেদিন বুঝিনি আমি আবার হবো যে একা। এটা উঠল এবার মুন্নীর হাতে। কেন যে তোমায় এত ভালোবাসি সে কথা পারিনি জানতে আজীবন তোমায় ভালোবেসে যাব বল না আমায় ভুলতে। এ চরণে মিল রেখে মুন্নী থেকে গেল অর্জুন দাদার হাতে। সাজাবো কি উপমায় ছন্দ হয়ে এলে জীবনের এই কবিতায়, ভরে না মন কিছুতেই যতই দেখি তোমায়। অর্জুন দা মিল খুঁজে পেলেন নিপা। তুমি আর আমি শুধু জীবনের খেলাঘর হাসি আর গানে ভরে তুলব যত ব্যথা দু'জনে ভুলব। নিপা থেকে এলো বাদল ভাইয়ের হাতে। আজও হৃদয় আমার পথ চেয়ে দিন গুনে আসবে কখন বন্ধু আমার এই শুধু ভাবী মনে। বাদল থেকে আসল আফরিনের হাতে। কথা দিয়ে কথা রাখলা না সোনা বন্ধুরে, ভালোবাসলাম সারাজীবন তবু তুমি আমার হইলা না। এরপর আফরিন থেকে এলো বাবু ভাইয়ের হাতে। এ জীবনে তুমি হলে না আপন প্রেমের দায়ে শুধু ভেঙ্গে দিলে মন, গানে গানে বাদল ভাই গাইলেন, তাই তো আরেক জনম আমি পাই গো সে জনমে তোমাকেই চাইব তার থেকে নিপা। এ ম্যাজিক্যাল বক্সটি দেওয়ার সময় সাখাওয়াত আবার ক্যামেরাবন্দি করে রাখে। কি মায়ায় বেঁধেছ আমায় প্রিয়া গো বুকে ধরে রাখ আরো কাছে থেকো ভালোবেসে ফেলেছি তোমায়। নিপা থেকে গেল সাথী ভাবীর হাতে। কথা ছিল দেখা হলে দু'জনে, তোমার মনের কথা বলবে আমার নয়ন দু'টি তোমার মুখের পানে সন্ধ্যা তারার মতো জ্বলবে। এরপর গেল হামিদের কাছে। যেদিন তোমায় প্রথম দেখি আজও তা ভুলতে পারিনি তোমার মতো এমনি করে কেউ তো আমায় ভালোবাসেনি। হামিদ থেকে গেল সাখাওয়াতের হাতে। আমি স্বপ্নে তোমায় দেখেছি নিশিত বাসর সজ্জায়, মন বলে তুমি রয়েছে, আখি বলে দিতে পারে না লজ্জায়। সাখাওয়াত থেকে আবার গেল আফরিনের কাছে। যতই দেখি লাগে ভালো পারি না চোখ ফেরাতে বড় মায়া মায়া লাগে গো তোমায় দেখিতে। আফরিন থেকে আবার বাদল ভাইয়ের হাতে। আমি হব চিরদিনই তোমারই যেন এই ভুবনে কাছে কিবা থাক দূরে এ কথা শুধু রেখ স্মরণে। বাদল থেকে গেল বিপুল ভাইয়ের হাতে। কত দিন পরে এলে, একটু বস তোমায় অনেক কথা বলার ছিল যদি গো শোন। বিপুল থেকে গেল সালাম ভাইয়ের হাতে। যেদিন তোমায় প্রথম দেখি মনে কতো ছবি আঁকি, কি করে বল আমি তোমায় ভুলে থাকি; সালাম থেকে গেল ছোট্ট বন্ধু শোভনের হাতে। এই বাসর প্রদীপ ম্স্নান হলো যে তোমার ওই রূপেরই কাছে, ওই রূপের ঝলক আজীবন রয়ে যাবে আমারই মনের মাঝে; শোভন থেকে গেল বিপুল ভাইয়ের হাতে এবং শেষ হলো ম্যাজিকাল বক্সের খেলা। এরপরও ছোট্ট দুই বন্ধু তোহা ও সারফারাজের হাত ঘুরে সমাপনী ঘটল খেলাটির। এ বক্সে ছিল একটি ফুলদানী। এরপর কিছুটা সময় চারুকারুশিল্প এলাকায় ঘুরাঘুরির পর আবার আমরা ফিরে আসি আপন নিরালায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে