পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী ১ ফেব্রম্নয়ারি শনিবার বিকাল ৪টায় যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম গাজীপুর জেলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। স্থান ছিল আমিন বিল্ডার অ্যান্ড ডেভেলপার্সের কার্যালয়, সিটি সেন্টার, মুন্সিপাড়া রোড়, জয়দেবপুর। ওই সভায় সভাপতিত্ব করেন ডা. খোন্দকার শাহিদুল হক এবং সঞ্চালনায় ছিলেন তপন কুমার চক্রবর্তী। সভার প্রারম্ভে সভাপতি সবাইকে শুভেচ্ছা জানিয়ে সভার কাজ শুরু করেন। অতঃপর সভার সঞ্চালক তপন কুমার চক্রবর্তী সভা আহ্বানের উদ্দেশ্য ও আলোচ্যসূচি সম্পর্কে সবাইকে অবহিত করেন। অতঃপর তিনি প্রত্যেককে নিজ নিজ পরিচয় ও আলোচ্যসূচির ওপর ধারাবাহিক মতামত দেওয়ার আহ্বান জানালে প্রত্যেকেই শুভেচ্ছা বিনিময়ের পর নিজেদের পরিচয় তুলে ধরেন এবং আলোচ্যসূচির ওপর গুরুত্বসহকারে মতামত ব্যক্ত করেন।
সভায় মো. নুরে আলম সিদ্দিকী বলেন, বছর ঘুরে আবারও ফিরে এসেছে ভাষা আন্দোলনের উত্তাল স্মৃতিমাখা ও রক্তস্নাত মাস ফেব্রম্নয়ারি। ভাষা শহীদসহ এই দেশের জন্য যারা বিভিন্ন সময় জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি সম্মান জানাতে এক মিনিট নীরবতা পালন শেষে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মো. আখতার হোসেন, সম্মানীত সদস্য, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম, গাজীপুর। আওলাদ হোসেন তন্ময় আলোচ্যসূচি অনুযায়ী আসন্ন পবিত্র রমজান মাসে ইফতার মাহফিল অনুষ্ঠানের জন্য প্রস্তাব করলে প্রস্তাবের ওপর বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে আগামী ৮ মার্চ, ২০২৫ তারিখ ৭ রমজান, শনিবার কৃষি টাওয়ার, গাজীপুরে ইফতার মাহফিলের আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রস্তুতি ও আয়োজনের জন্য একটি উপকমিটিতে দায়িত্ব পালন করবেন আহ্বায়ক মো. নূর আক্কাস, মো. আওলাদ হোসেন তন্ময় ও মো. রাসু। বাংলা নববর্ষ-১৪৩২ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের বিষয়ে আলোচনা করেন মো. ওমর ফারুক জিতু, তিনি ওই অনুষ্ঠান বাস্তবায়নের জন্য বাজেট প্রণয়ন ও উপকমিটি গঠন করার প্রস্তাবনায় সিদ্ধান্ত গৃহীত হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের আগামী ১৫ ফেব্রম্নয়ারির মধ্যে নিবন্ধিত হতে হবে। প্রত্যেক সদস্য ও পরিবারের অন্যান্য সদস্যদের জন্য একই ডিজাইনের পাঞ্জাবি ও শাড়ি কেনার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রাথমিকভাবে গাজীপুর নীলের পাড়ায় অবস্থিত নীলপদ্ম রিসোর্টকে নির্ধারণ করা হয়। অনুষ্ঠান বাস্তবায়নের জন্য একটি উপকমিটি গঠন করা হয়। সাধারণ সম্পাদক তপন কুমার চক্রবর্তীকে আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী সদস্য সচিব করা হয়। সদস্য হিসেবে থাকবেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. আওলাদ হোসেন তন্ময়, মো. যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক জিতু, সমাজ কল্যাণ সম্পাদক মো. রাসু ও যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সাদিয়া সুলতানা। সদস্য নিবন্ধনের জন্য দায়িত্ব পালন করবেন- সাহিত্য ও প্রকাশনা সম্পাদক দন্ত্যন লিটন, সদস্য মো. মিজানুর রহমান ও সহ-সাংগঠনিক সম্পাদক আফরোজা আখতার সানি। পাঞ্জাবি ও শাড়ি নির্ধারণ করবেন সভাপতি ডা. খোন্দকার শাহিদুল হক, সাধারণ সম্পাদক তপন কুমার চক্রবর্তী, অর্থ সম্পাদক মো. নূর আক্কাস, সদস্য তপতী চক্রবর্তী ও শাম্মী আক্তার। সাংস্কৃতিক অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে থাকবেন- সাংস্কৃতিক সম্পাদক মো. আব্দুল মান্নান, সদস্য হিসেবে থাকবেন সহ-সাংস্কৃতিক সম্পাদক সুবর্ণকুমার মজুমদার ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বি এম নাসির উদ্দিন। অংশগ্রহণকারীদের রেজিস্ট্রেন ফি হিসেবে পাঁচশত টাকা এবং প্রতিটি পাঞ্জাবি ও শাড়ির জন্য এক হাজার টাকা হিসেবে চাঁদা ধার্য করা হয়।
সভাপতি, ফ্রেন্ডস ফোরাম গাজীপুর।