নড়াইলে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার বিকালে নড়াইল শহরের দুর্গাপুরে শাহাবাদ মাজীদিয়া মহিলা মাদ্রাসার খেলার মাঠে অতিরিক্ত জেলা প্রশাসক, (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল শিক্ষার্থীদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন। যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা সাংবাদিক মো. আল আমিনের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন নড়াইলের উপ-পরিচালক মো. মিজানুর রহমান, নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুল ইসলাম, শাহাবাদ মাজীদিয়া মহিলা মাদ্রাসার সুপার মাওলানা কে এম হাসমত উলস্নাহ, (অব.) প্রধান শিক্ষক কাজী সিরাজুল ইসলাম, মহিলা মাদ্রাসার সহ-সুপার মাওলানা মো. নুরুন্নবী, সিনিয়র শিক্ষক হুসাইন আহমেদ বান্নু, সমাজকর্মী মো. কামরুজ্জামান, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সদস্য ইঞ্জিনিয়ার আল মুমিন, ইঞ্জিনিয়ার মীর্জা গালিব সতেজ, শাহরিয়ার জামান শশী, আসিফসহ প্রমুখ।
দরিদ্র শিক্ষার্থীদের চিহ্নিত করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বন্ধুরা শীতার্থ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
উপদেষ্টা
ফ্রেন্ডস ফোরাম নড়াইল