শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

সঙ্গীতশিল্পী নিপা আহমেদ সারাহ্‌র গানে মুগ্ধ দর্শক

জ্যোতিষ সমাদ্দার বাবু
  ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
সঙ্গীতশিল্পী নিপা আহমেদ সারাহ্‌র গানে মুগ্ধ দর্শক
সঙ্গীতশিল্পী নিপা আহমেদ সারাহ্‌

সঙ্গীত হলো গীত, বাদ্য, নৃত্য- এই তিনটি বিষয়ের সমাবেশ। এক ধরনের শ্রবণযোগ্য যে কলা, যা সুসংবদ্ধ শব্দ ও নৈশব্দের সমন্বয়ে মানবচিত্তে বিনোদন সৃষ্টি করতে সক্ষম হয়। স্বর ও ধ্বনির সমন্বয়ে সৃষ্টি হয় গীতের। এই ধ্বনি হতে পারে মানুষের কণ্ঠনিঃসৃত ধ্বনি, হতে পারে যন্ত্রোৎপাদিত শব্দ অথবা উভয়ের সংমিশ্রণ। কণ্ঠে যদি সুমধুর সুর থাকে তবে তা মানুষের হৃদয়কে নাড়া দিবে।

সে রকম একজন কণ্ঠশিল্পীর কথা পাঠকদের সামনে তুলে ধরছি। যার কণ্ঠে পলস্নীগীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, হাসন রাজা, লালনগীতি শুনলে হৃদয় স্পর্শ করে। তবে তিনি রবীন্দ্রসঙ্গীত, নজরলসঙ্গীত, আধুনিক গানও গেয়ে থাকেন। মরমী এ সঙ্গীতশিল্পীর নাম নিপা আহমেদ সারাহ্‌। ফরিদপুর জেলায় যার জন্ম। তার মায়াবী দরাজ কণ্ঠে গান শুনলে মনে পড়ে কোকিলকণ্ঠী নীনা হামিদের কণ্ঠ ভেসে আসছে। সুরেলাকণ্ঠ হলো সৃষ্টিকর্তার দান। সঙ্গীতশিল্পী নিপার সবচেয়ে বড় গুণ তার নম্রতা, সভ্যতা, অমায়িকতা, সর্বোপরি নিরঅহংকারী একজন মানুষ। নিপা আহমেদ সারাহ্‌ শুধু সঙ্গীতশিল্পীই নন, তিনি একজন ভালো মডেলও বটে। মাটির গান নিয়ে গবেষণা করার ইচ্ছা আছে তার। দীর্ঘদিন যাবৎ সঙ্গীত সাধনা করছেন। তার ধ্যান জ্ঞান শুধুই সঙ্গীত। বেশিরভাগ সময় তার গান গেয়েই কেটে যায়। একনাগারে ৪ থেকে ৫ ঘণ্টাও গান গাইলেও তার এতটুকু ক্লান্তির ছাপ পড়ে না। তিনি বাংলাদেশ বেতার, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের নিবন্ধিত শিল্পী। এছাড়া বিটিভিতে দলীয়ভাবে নিবন্ধিত। তার ঝুলিতে বেশ কিছু পুরস্কারও আছে। সম্প্রতি যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের বর্ষপূর্তি অনুষ্ঠান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী কারুশিল্প মেলা ও লোকজ উৎসব, বাংলা একাডেমির বইমেলা এবং শিল্পকলা একাডেমিতে পিঠা উৎসবেও মাটির গান পরিবেশন করেন। লালনের 'আমার ঘরখানায় কে বিরাজ করে/জনম ভরে একদিনও দেখলাম না তারে', মর্ডান ভাওয়াইয়া চ্যাংরা বন্ধুুয়া রে তোমাক দেখি বুক ধুক ধুক করে; জসীমউদ্‌দীনের লেখা 'আমার হাড় কালা করলাম রে/আমার দেহ কালার লাইগা রে/ওরে আমার অন্তর কালা করলাম রে/দুরন্ত পরবাসী'; হাসন রাজার গান 'আগুন লাগাইয়া দিল কনে হাসন রাজার মনে; লোকসঙ্গীত সোনাবন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা/মনে তো মানে না দিলে তো বুঝে না' এবং 'বসন্ত বাতাসে ও সই গো বসন্ত বাতাসে' এ রকম অসংখ্য গান পরিবেশন করছেন। তার মায়াবী কণ্ঠে গানগুলে শুনতে শুনতে দর্শকরা অভিভূত হয়ে যান। নিপার বেশকিছু মৌলিক গান এবং মিউজিক ভিডিও রয়েছে যেখানে তিনি নিজেই মডেল হয়েছেন।

গান গাওয়ার সময় গানগুলো তার মনের গহীন থেকে উঠে আসে, হারিয়ে যায় সেই গানের সুরে। লালনের গান যখন গায় সে তখন সে ভাবজগতে চলে যায় তখন শ্রোতাদের কাছে গানটি আরও অন্তরের গভীরে প্রবেশ করে। পলস্নীগীতি, ভাটিয়ালি, লালনগীতি যখনই যে গান করে সেরকম ভাব আবহে হারিয়ে যায়। তার কণ্ঠের গান কোটি কোটি মানুষের অন্তরে চিরহরিৎ হয়ে থাকবে।

সাংবাদিক ও সংগঠক

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে