সহযোগিতায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি

সোনারগাঁওয়ের বেদেপলস্নী ও সিদ্ধিরগঞ্জে শীতবস্ত্র বিতরণ

প্রকাশ | ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

কামরুজ্জামান রানা ও মো. শাহনেওয়াজ ভূঁইয়া
সোনারগাঁওয়ের বেদেপলস্নীতে শীতবস্ত্র বিতরণ
সোনারগাঁও বেদেপলস্নী 'বন্ধুত্ব করি, দেশ গড়ি' এই স্স্নোগানে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে বেদেপলস্নীর দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম। এজন্য ২৯ জানুয়ারি বুধবার সকালে জনপ্রিয় জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার সহযোগী সংগঠন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে উপজেলার কাঁচপুর ইউনিয়নের পশ্চিম চেঙ্গাইনের বেদেপলস্নীর সুবিধাবঞ্চিত শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এই মহতী উদ্যোগের মাধ্যমে প্রায় শতাধিক অসহায় বেদে পরিবার শীতবস্ত্র হিসেবে কম্বল পেয়েছে। অনুষ্ঠানে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের বিভাগীয় সম্পাদক জ্যোতিষ সমাদ্দার বাবুর নেতৃত্বে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম পারভেজ, অর্থ সম্পাদক আরফিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রানা প্রমুখ। সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, 'আমরা সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। বেদেপলস্নীর শীতার্ত মানুষের কষ্ট কিছুটা লাঘব করার জন্যই এই ক্ষুদ্র প্রচেষ্টা।' ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি'র সার্বিক সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ সুসম্পন্ন করা হয়। সিদ্ধিরগঞ্জে পাইনাদী যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের মতো এরকম মানবিক কাজে অন্যরাও এগিয়ে এলে সমাজে অসহায় মানুষের কিছুটা হলেও দুর্ভোগ লাঘব হবে। নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে নাসিক ১নং ওয়ার্ডের পাইনাদী পূর্ব এলাকায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে দৈনিক যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনুর আলম এসব কথা বলেন। বুধবার ২৯ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় ২য় পর্বে মা আমেনা মেমোরিয়াল কিন্ডারগার্টেন স্কুল মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাইনাদী দারুল উলুম মাদ্রাসার সভাপতি হাজী সিরাজুল ইসলাম। দৈনিক যায়যায়দিন সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মো. শাহনেওয়াজ ভূঁইয়া বাবুলের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের বিভাগীয় সম্পাদক জ্যোতিষ সমাদ্দার বাবু, ফ্রেন্ডস ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম পারভেজ, অর্থ সম্পাদক আরফিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রানা, দৈনিক আজকালের সংবাদ-এর ভারপ্রাপ্ত সম্পাদক আতিক আজিজ, দৈনিক জনকণ্ঠ নারায়ণগঞ্জ জেলার স্টাফ রিপোর্টার মো. খলিলুর রহমান, সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. কবির হোসেন, নাসিক ১নং ওয়ার্ড সমাজসেবক হাজী আহমদউলস্নাহ, জাতীয় লেখক সোসাইটি সভাপতি কবি ও মানবাধিকার কর্মী লুৎফর রহমান সর্দার, সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম আমির হোসেন, নাসিক ১নং ওয়ার্ড সমাজসেবক গাজী মনির হোসেন, আরটিভি নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি শাহাদাৎ হোসেন স্বপন, নারায়ণগঞ্জ বন্দর যায়যায়দিন প্রতিনিধি মো. তারিকুল ইসলাম মিশু, বাংলাদেশের আলো'র স্টাফ রিপোর্টার মনিরুল ইসলাম, চ্যানেল এস'র সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি এসএইচ মুন্না খান, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সদস্য মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া আলমগীর, মো মোখলেসসহ প্রমুখ। শীতবস্ত্র বিতরণের সময় অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করায় সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম ফ্রেন্ডস ফোরামকে মোবারকবাদ জানিয়ে বলেন, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ মানবিক কাজ। এভাবে মানবতার সেবায় সামাজিক কাজে অন্যদেরও এগিয়ে আসা উচিত। তিনি আরো বলেন, 'আসুন দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি'। প্রধান অতিথি হাজী সিরাজুল ইসলাম ফ্রেন্ডস ফোরাম মানব কল্যাণে শীতবস্ত্র বিতরণ করায় যায়যায়দিনের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। এ সময় অসহায় দরিদ্ররা শীতবস্ত্র পেয়ে সবাই আনন্দ উপভোগ করেন। উপদেষ্টা কামরুজ্জামান রানা ও মো. শাহনেওয়াজ ভূঁইয়া