সিলেটের বিশ্বনাথে পাঠক নন্দিত পত্রিকা দৈনিক যায়যায়দিন পত্রিকার লেখক পাঠক শুভানুধ্যায়ীদের সংগঠন ফ্রেন্ডস ফোরাম গঠন করা হয়েছে। গত সপ্তাহে দৈনিক যায়যায়দিনের বিশ্বনাথ প্রতিনিধি মো. কামাল হোসেনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন কাওছার আহমদ বাপ্পি। বক্তব্য রাখেন ডা. সজল তালুকদার, মো. কাউছার আহমদ, জুহেল আহমদ প্রমুখ। আলোচনা সভায় যে সব বিষয় নিয়ে আলোচনা করা হয় তার মধ্যে রয়েছে আবৃত্তি, বিতর্ক, নাচ, গান, ছবি আঁকা ও লেখালেখিসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডের চর্চা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা এবং প্রয়োজনে এসব বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি গ্রহণের পাশাপাশি রক্তদাতাদের ডাটাবেইজ তৈরি করা, সড়ক পথে গাড়ি দুর্ঘটনা হ্রাসকল্পে চালক-পথচারী সচেতনতা কর্মসূচি গ্রহণ করা হবে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সহায়তা কর্মসূচি গ্রহণ করা, এইডসসহ বিভিন্ন মারাত্মক ব্যাধি সম্পর্কে গণসচেতনতা সৃষ্টিতে কর্মসূচি গ্রহণ করা, সর্বোপরি জনকল্যাণমূলক যে কোনো কর্মসূচি গ্রহণ করা হবে। অনুষ্ঠানে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা দেশ ও দেশের মানুষের কল্যাণে পাশে থেকে কাজ করবে বিভিন্ন রকম দুর্যোগ ও জনকল্যাণে। সবুজায়নের জন্য গাছের চারা রোপণে যথেষ্ট সচেতনতা নিয়ে কাজ করবে, অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে সোচ্চার হবে। দলমত নির্বিশেষে নানা শ্রেণি-পেশার মানুষের ভালোবাসায় এই বন্ধু সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। উক্ত সভায় যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামকে গতিশীল করার লক্ষ্যে এবং জনকল্যাণমূলক কাজে নিজেদের নিয়োজিত করার জন্য সবাই একমত হন। সভা শেষে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
আহ্বায়ক কমিটির আহ্বায়ক : কাওছার আহমদ বাপ্পি; যুগ্ম আহ্বায়ক : গৌছ উদ্দিন ডা. সজল তালুকদার ও মো. কাউছার আহমদ; সদস্য সচিব : জুহেল আহমদ; যুগ্ম সদস্য সচিব : ডা. পিউল দেব সৈকত ও শরিফ উদ্দিন; সম্মানিত সদস্য : মুহিব উদ্দন, ফয়জুল ইসলাম, সালেহ আহমদ সাকী, আব্দুর রহিম, নিজাম উদ্দিন, সাদেক আলী, আব্দুস সামাদ, ইমাদ উদ্দিন, কামরান আহমদ, তোফায়েল আহমদ, ইমরান হোসেন, বশর আহমদ, তানভীর হোসেন, আশরাফ আলী, পাভেল সামাদ ও প্রিন্স শাহেদ।
উপদেষ্টা
ফ্রেন্ডস ফেরাম বিশ্বনাথ, সিলেট।