বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

লোহাগাড়ায় ৫ হাজার গাছের চারা বিতরণ ফ্রেন্ডস ফোরাম ও দীপ্ত'র যৌথ উদ্যোগ

আবদুল জব্বার ফিরোজ
  ২৪ আগস্ট ২০২৪, ০০:০০
লোহাগাড়ায় গাছের চারা হাতে মাদ্রাসার শিক্ষার্থীরা

'সবুজে সাজাই দেশ ও ও পরিবেশ আমরা বাঁচাই' এই স্স্নোগানে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চার রোপণ কর্মসূচি পালন করা হয়েছে। প্রায় দুই মাসব্যাপী এই কার্যক্রম চলমান ছিল। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় দীপ্ত বহুমুখী সমাজকল্যাণ সংস্থার অর্থায়নে ও জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার লেখক-পাঠক-শুভানুধ্যায়ীদের সংগঠন লোহাগাড়ার ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে এই কার্যক্রম পরিচলনা করা হয়। লোহাগাড়া ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা সাংবাদিক মাওলানা আবদুল জব্বার ফিরোজের সভাপতিত্বে দীপ্ত'র সদস্য ও ফ্রেন্ডস ফোরামের বন্ধুদের সার্বিক সহযাগিতায় দুই মাসব্যাপী পাঁচ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।

বিগত জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে আগস্ট মাসের মাঝামাঝি সময় চারা বিতরণ সমাপ্ত করা হয়। উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় লাগানের জন্য ও গরিব-অসহায় পরিবারের মধ্যে এই চারা বিতরণ করা হয়েছে। বিভিন্ন এলাকায় ভিন্ন ভিন্নভাবে অনুষ্ঠানের মাধ্যমে পূর্ব কলাউজান দারুত তাওহীদ আল ইসলামিয়া দাখিল মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা, ইসলামিক ফাউন্ডেশন গণশিক্ষা কেন্দ্র, মদিনাতুল উলুম মহিলা দাখিল মাদ্রাসা, ধুইল্যাপাড়া হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থীসহ অন্যান্য কয়েকটি এতিমখানা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, এতিম-অসহায়, গরিব-দুঃখী-মেহনতি মানুষর মধ্যে সর্বমোট পাঁচ হাজারের অধিক গাছের চারা বিতরণ করা হয়।

চারা বিতরণকালে মদিনাতুল উলুম মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুরুল ইসলাম বলেন, জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার লোহাগাড়ার ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ একটি মহৎ কাজ, আসলে মানুষের কল্যাণে, সৃষ্টির কল্যাণে কাজ করতে পারা সৌভাগ্যের। মাস্টার কায়েদে আজম তারেক বলেন, 'গাছ আমাদের অক্সিজেন দেয়, এতে পরিবেশের ভারসাম্য রক্ষা হয়। জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার লোহাগাড়া ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে গাছের চারা বিতরণ করে দেশের কল্যাণে অবদান রাখছে। হাফেজ আমির হোসেন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে গাছের চারা বিতরণে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাংবাদিক মাওলানা আবুল জব্বার ফিরোজ বলেন, আসুন গাছের চারা লাগাই, পরিবেশ বাঁচাই, দেশ বাঁচাই। কেননা, পরিবেশ বাঁচলে দেশ বাঁচবে, মানুষ বাঁচবে। তিনি স্স্নোগান তুলেন, আসুন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা লাগাই, আমার দেশ ও পরিবেশ আমরা বাঁচাই'। এতে পরিবেশ, দেশ ও জাতি বাঁচবে। চারা বিতরণকালে এলাকার সচেতন নাগরিক, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপদষ্টা, ফ্রেন্ডস ফোরাম লোহাগাড়া, চট্টগ্রাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে