নাগরপুরের বন্ধুদের গাছের চারা রোপণ
প্রকাশ | ২৪ আগস্ট ২০২৪, ০০:০০
আবু বকর সিদ্দিকী
সবুজে সাজাই দেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে গাছের চারা রোপণ করা হয়। পাঠকপ্রিয় জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ফ্রেন্ডস ফোরামের আহ্বায়ক কমিটি গঠন করার পর গাছের চারা রোপণ কর্মসূচি পালন করা হয়। গয়হাটা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ফ্রেন্ডস ফোরামের সদস্য বন্ধুরা গাছের চারা রোপণ করে। চারা রোপণের পূর্বে আলোচনা সভায় প্রকৃতিতে গাছের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করা হয়। গাছ আমাদের অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে। প্রতিটি দেশের মোট আয়তনের প্রায় ২৫ ভাগ বনভূমি থাকা দরকার। আমাদের দেশে আছে মাত্র ৯ ভাগ। প্রাণীকুলের জন্য বনভূমি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাছ বাতাস থেকে পর্যাপ্ত কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে আমাদের সুস্থ রাখে।
চারা রোপণ সংক্ষিপ্ত আলোচনা সভায় নাগরপুর প্রতিনিধি ও ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা সাংবাদিক আবু বকর সিদ্দিকী সভাপতিত্ব করেন। আলোচনা শেষে ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা গাছ লাগিয়ে কর্মসূচি শেষ করেন। উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল আলিম, আলমগীর হোসেন, নোমান সালমান, রিফাত হোসেন, সৌরভ ঘোষ, রিয়াদ হোসেন, আলী মিয়া, সাদ্দাম হোসেন, লিমন হোসেন প্রমুখ।
উপদেষ্টা
ফ্রেন্ডস ফোরাম নাগরপুর টাঙ্গাইল।