বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

গাজীপুরে গাছের চারা বিতরণ

খোন্দকার শাহিদুল হক
  ২৪ আগস্ট ২০২৪, ০০:০০
ফ্রেন্ডস ফোরাম গাজীপুরের বন্ধুদের গাছের চারা বিতরণ করছেন

যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম, গাজীপুরের পক্ষ থেকে গাছের চারা রোপণে আগ্রহীদের মধ্যে বিভিন্ন জাতের ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। চারা বিতরণ কালে সংগঠনের সদস্যসচিব তপন কুমার চক্রবর্তী, সদস্য বিএম নাসির উদ্দিন, আরাফাত হোসেন, মো. ওমর ফারুক জিতু, মো. শাহিন ইসলাম, ডা. সাদিয়া সুলতানা, মো. সাইফুল ইসলাম রকি, মুহাম্মদ মাহফুজুর রহমানসহ অনেকেই উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। বর্ষায় গাছের চারা রোপণ প্রসঙ্গে তপন কুমার চক্রবর্তী বলেন, এ সময় নানান জাতের ফল গাছ দিয়ে পছন্দের বাগান কিংবা বাড়ির আঙ্গিনা সুন্দর করে সাজিয়ে তোলা সম্ভব। বাগানের জন্য বারি আম, বাউ আম, বারি পেয়ারা, ইপসা পেয়ারা, থাই পেয়ারা, বাউ কুল, আপেল কুল, বারি লেবু, বাউ কাগজি লেবু, বারি আমড়া, থাই করমচা, দেশি উন্নত ডালিম, বারি কমলা, বারি মাল্টা, লাল ও সাদা ড্রাগন ফলের চারা রোপণ করা যেতে পারে।

মো. ওমর ফারুক জিতু তার বক্তব্যে বলেন, বর্ষার এই সময়ে বাগানের জন্য নার্সারিতে নানা রকম বাহারি গাছ পাওয়া যায়। ফুলের বড় গাছ এড়িয়ে যেকোনো ধরনের ছোট ফুলের গাছ লাগানো যায়। এ ছাড়া বাড়ির আঙ্গিনায় কিংবা ছাদবাগানে সব ধরনের শাক, লতানো-সবজি যেমন লাউ, কুমড়া, শিম থেকে শুরু করে মূলা, গাজর, ফুলকপি, ক্যাপসিকাম, মরিচ বেগুন সবই বোনা সম্ভব। ডা. সাদিয়া সুলতানা বাড়ির আঙ্গিনায় কিংবা ছাদবাগানে এ সময় উন্নতজাতের শিম গাছের বীজ রোপণের জন্য তাগিদ দেন।

সংগঠনের আহ্বায়ক ডা. খোন্দকার শাহিদুল হক প্রত্যেককে নিজ নিজ অধিক্ষেত্রে অধিকহারে চারা রোপণসহ অন্যদেরও এ কাজে সাধ্যমতো সহযোগিতা করার জন্য উদ্বুদ্ধ করেন। তিনি পরিবেশ রক্ষায় অধিকহারে গাছের চারা রোপণের গুরুত্ব তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি বক্তব্যে আরও বলেন, সেপ্টেম্বরের শেষ অবধি বর্ষার সময় ধরেই নেওয়া হয়। এই সময়টা তাই বীজ রোপণ,গাছের চারা লাগানো, একটি টব থেকে অন্য টবে রোপণ, প্রোপ্যাগেট সব ধরনের কাজ করাই সহজ হয়। বর্ষা ঋতু গাছের কাছে অতি প্রিয়। বৃষ্টির পানি গাছের জন্য অনেক উপকারী। অতঃপর চারা গ্রহণে আগ্রহীদের মধ্যে বিভিন্ন গাছের চারা বিতরণ শেষে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

আহ্বায়ক, ফ্রেন্ডস ফোরাম গাজীপুর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে