মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

৭১ এ সেইদিন

বোরহান উদ্দিন
  ২৩ মার্চ ২০২৪, ০০:০০
৭১ এ সেইদিন

কালজয়ী রক্তক্ষয়ী যুদ্ধে বাংলা হলো স্বাধীন,

নইলে তো মোরা থাকতাম চিরদিনই পরাধীন।

কত মায়ের কত কান্না কত রক্তের সাগর,

ত্রিশ লক্ষ শহীদের গোরস্থানে দিব সুগন্ধি আগর।

সন্তান হারা মায়ের কান্না অশ্রম্ন ঢেউয়ের নদী,

মরমর ভাষায় লিখা ইতিহাস অদ্যবদী।

৭১ এ ধাবমান তুর্য নিনাদ গঠিল যেদিন,

আবহমান বাংলা জাতির ইতিহাস রবে চিরদিন।

এই বাংলায় নদীনালা আছে যত পানি,

৭১ এ রক্ত বন্যা কত মায়ের অশ্রম্নর ঢেউ জানি।

মাটি-মানুষ বাংলার স্মৃতি যিনি বাসতেন ভালো,

যবে রবে প্রদীপ জ্বেলে তার দুয়ারে আলো।

এই বাংলা রক্ষা করতে যারা জীবন করলো দান

বুকভরা কান্না জলে গাইবো তাদের জয় গান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে