মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

কটিয়াদীতে জাতীয় শিশু দিবসে আলোচনা অনুষ্ঠান

মাসুম পাঠান
  ২৩ মার্চ ২০২৪, ০০:০০
ফ্রেন্ডস ফোরাম কটিয়াদির উদ্যোগে জাতীয় শিশু দিবসে আলোচনা সভা

কিশোরগঞ্জের কটিয়াদীতে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আয়োজনে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কটিয়াদী সদর ভোগপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে যায়যায়দিনের কটিয়াদী উপজেলা প্রতিনিধি মাসুম পাঠানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা অধ্যক্ষ এ কে এম ফজলুল হক জোয়ারদার আলমগীর। বক্তব্য রাখেন কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা রফিকুল হায়দার টিটু, ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা মাওলানা মোহাম্মদ আলী, উপদেষ্টা সিনিয়র মাওলানা মো. ইছাম উদ্দিন, ফ্রেন্ডস ফোরামের কটিয়াদী উপজেলা শাখার সভাপতি মো. শামীম মিয়া, সহসভাপতি সাদেকা সুলতানা, সাধারণ সম্পাদক ডা. শামীম ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সমীরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. খাইরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. আলম, শেখ বোরহান উদ্দিন পরান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম তারিখে জাতীয় শিশু দিবস পালিত হচ্ছে। শিশুদের জনকের জীবন ইতিহাস তুলে ধরে তার জীবনের আদর্শকে ধারণ করতে শিক্ষার্থীদের উদ্ধুদ্ধ করতে হবে। জাতির ক্রান্তিলগ্ন থেকে একটি জাতিকে কীভাবে স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন সে বিষয় সম্পর্কে শিশু মনে বীজ বপন করতে হবে, যাতে করে এই শিশুরা বড় হয়ে জাতিকে নেতৃত্ব দিতে পারে।

উপদেষ্টা

ফ্রেন্ডস ফোরাম কটিয়াদী, কিশোরগঞ্জ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে