মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

পিরোজপুরে জাতীয় শিশু দিবসে আলোচনা ও ইফতার

মো. নুরুজ্জামান খান পলাশ
  ২৩ মার্চ ২০২৪, ০০:০০
ফ্রেন্ডস ফোরাম পিরোজপুরের বন্ধুরা জাতীয় শিশু দিবসের আলোচনা শেষে ফটোসেশন

আত্মশুদ্ধি ও সংযমের মাস রমজান মাস। গত ১৭ মার্চ ২০২৪ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম পিরোজপুরের বন্ধুরা আলোচনা ও দোয়াসহ ইফতারের আয়োজন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম পিরোজপুরের সভাপতি মো. মফিজুর রহমান টিটু, অনুষ্ঠানের শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধুকে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের বিভাগীয় সম্পাদক জ্যোতিষ সমাদ্দার বাবু। বিশেষ অতিথি মো. তরিকুল ইসলাম তারেক, নেছারাবাদ প্রেস ক্লাবের সভাপতি ও যায়যায়দিন পত্রিকার ডিজিটাল ক্রিয়েটর। আমন্ত্রিত অতিথি ছিলেন মো. ইব্রাহিম ফরাজী, প্রধান শিক্ষক কিয়ামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, পিরোজপুর। অনুষ্ঠানের আলোচ্য বিষয় ছিল বাংলার স্বাধীনতা ও বিজয়ের ক্ষেত্রে বঙ্গবন্ধুর অবদান, বিগত সভার কর্মপরিকল্পনার বাস্তবায়নকে সামনে রেখে ফ্রেন্ডস ফোরাম পিরোজপুর জেলা কমিটির এক সম্মিলিত সভা ও ইফতার মাহফিল। অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথি বাঙালি জাতির মুক্তি তথা দেশের স্বাধীনতা ও বিজয়ে বঙ্গবন্ধুর অবদান নিয়ে আলোচনা করেন। ফ্রেন্ডস ফোরাম পিরোজপুরের বন্ধুরা বিভাগীয় সম্পাদক বাবু ভাইকে পেয়ে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের নানা বিষয়ের প্রশ্নের উত্তর পেয়েছেন। এছাড়াও বিভাগীয় সম্পাদক বাবু ভাইয়ের আলোচনার মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার কথা উঠে আসে। সামাজিক অবক্ষয় রোধে নাগরিক তথা ফ্রেন্ডস ফোরামের সদস্যদের করণীয়, ব্যক্তিগত ও পেশাগত জীবনে থেকেও সমাজের কালো চিত্র পাল্টে দেওয়া যায় এই উক্তিকে বাস্তবায়নে অগ্রণী ভূমিকা থাকতে সবাই সম্মত হয়। আলোচনা সভায় উপস্থিত থেকে সার্বিক সহযোগিতায় ছিলেন সহসভাপতি : মীর নজরুল ইসলাম, সরদার মো. সাঈদউর রহমান ও মো. নুরুজ্জামান খান পলাশ, সাধারণ সম্পাদক : আসমা আক্তার নাজমীন, যুগ্ম সাধারণ সম্পাদক : সুমাইয়া আক্তার, সাংগঠনিক সম্পাদক : মো. রবিউল ইসলাম, অর্থ সম্পাদক : এইচ. এম আসলাম সানি, সমাজকল্যাণ সম্পাদক : জান্নাতুল ফেরদৌস, প্রচার ও জনসংযোগ সম্পাদক : মো. কামরুজ্জামান মিঠু, সম্মানিত সদস্য : জায়েদ চৌধুরী, মো. হারুন অর রশীদ প্রমুখ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনান্তে দোয়া ও ইফতার শেষে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সহসভাপতি, ফ্রেন্ডস ফোরাম পিরোজপুর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে