বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

ঈশ্বরদীতে আহ্বায়ক কমিটি গঠিত

মো. খালেদ মাহমুদ সুজন
  ১৬ মার্চ ২০২৪, ০০:০০
ঈশ্বরদী কমিটি গঠন শেষে ফ্রেন্ডস ফোরাম বন্ধুদের ফটোসেশন

পাঠক প্রিয় জননন্দিত পত্রিকা দৈনিক যায়যায়দিনের লেখক, পাঠক এবং শুভানুধ্যায়ীদের নিয়ে পাবনার ঈশ্বরদীতে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। গত রোববার ১০ মার্চ ঈশ্বরদী জংশন স্টেশনের কৃষ্ণচূড়া চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় যায়যায়দিন ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি মো. খালেদ মাহমুদ সুজন সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংবাদ ভূমি পত্রিকার নির্বাহী সম্পাদক হাসান ইসলাম। আলোচনা সভায় বক্তারা বলেন, যায়যায়দিন সংবাদপত্র শুধু সংবাদ প্রকাশ করে না। সংবাদপত্র হলো একটি সমাজের দর্পণ। সাংবাদিকদের কাছ থেকে জাতি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের সংবাদপত্র খুঁজে। যায়যায়দিন হলো সেরকম একটি পত্রিকা। বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে দেশে ধূমপায়ীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ও মাদকাসক্ত বৃদ্ধি পাচ্ছে। ধূমপান ও মাদক একই সূত্রে গাঁথা। এতে নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে যুবসমাজ। তাই সামাজিক দায়বদ্ধতা থেকেই জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের পাশাপাশি দেশের সব জেলা ও উপজেলায় যুব সমাজকে নৈতিক ও আদর্শিক চিন্তাচেতনায় উদ্বুদ্ধ করতে পত্রিকাটির সামাজিক সংগঠন ফ্রেন্ডস ফোরাম কাজ করে যাচ্ছে। আশা করি ঈশ্বরদীর বন্ধুরা সংগঠনের পতাকাতলে এসে যুবসমাজকে বিপদগামী থেকে ফিরিয়ে আনবেন। সামাজিক গঠনমূলক কাজে নিজেদের নিয়োজিত রাখবেন।

আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির আহ্বায়ক : মো. আব্দুস সোবাহান নাহিদ; যুগ্ম আহ্বায়ক : মো. মাহফুজুর রহমান নাশিদ, সৌরভ কুমার দেবনাথ ও তুহিন হোসেন; সদস্য সচিব : সাংবাদিক মুশফিকুর রহমান মিশন; যুগ্ম সদস্য সচিব : হাসান শেখ ও মো. হাবিবুর রহমান হাবিব; সম্মানিত সদস্য : ইসহাক দেওয়ান, বিপস্নব হোসেন, স্বপন মাহমুদ, সাঈদ হাসান লিমন, সুমন হোসেন, মো. অপু, নাদিম হোসেন রাব্বি, মো. জাহাঙ্গীর আলম, হাসান ইসলাম, এম আর রাসেল, ইউনূচ আলী, সাইফুল ইসলাম, মো. সাগর মাহমুদ ও সিয়াম হোসেন। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভা মূলতবি ঘোষণা করেন।

উপদেষ্টা

ফ্রেন্ডস ফোরাম ঈশ্বরদী, পাবনা

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে