সরিষাবাড়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ
প্রকাশ | ০২ মার্চ ২০২৪, ০০:০০
শাহানা ফেরদৌস
যাদের ত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা পেয়েছি মায়ের ভাষায় বাংলা ভাষায় কথা বলার সুযোগ, বাঙালি জাতির এক অবিস্মরণীয় দিন। একুশে ফেব্রম্নয়ারি আমাদের মনে করিয়ে দেয় ৫২'র ভাষা আন্দোলনের কথা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম সরিষাবাড়ীর বন্ধুরা একুশে ফেব্রম্নয়ারি বুধবার সকালে সরিষাবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং ভাষা শহীদদের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সরিষাবাড়ী ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা ও দৈনিক যায়যায়দিনের সরিষাবাড়ী প্রতিনিধি বাদশা ভূঁইয়া, আহ্বায়ক সরিষাবাড়ী আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র ইংরেজি শিক্ষক ওমর কাজী, যুগ্ম সদস্য সচিব শাহানা ফেরদৌস, সদস্য হাছানুল কবীর রুমেল, সেলিম মিয়া, চাঁদনী আক্তার, সাঈদ হোসেন, নূর মোহাম্মদ সাঈদ, কাজী ফারুক হোসেন প্রমুখ।
যুগ্ম সদস্য সচিব, ফ্রেন্ডস ফোরাম সরিষাবাড়ী, জামালপুর।