পূর্বধলায় নানা আয়োজনে শহীদ দিবস পালিত
প্রকাশ | ০২ মার্চ ২০২৪, ০০:০০
মো. জায়েজুল ইসলাম
নেত্রকোনার পূর্বধলায় যায়যায়দিন পত্রিকার পাঠক সংগঠন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে একুশে ফেব্রম্নয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ভাষা আন্দোলন বিষয়ক সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি পালন উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও বর্ণাঢ্যর্ যালি অনুষ্ঠিত হয়। পরে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণপূর্ব আলোচনায় সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ফোরামের উপদেষ্টা মো. আব্দুল মোতালিব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবু বকর সিদ্দিক আকন্দ ফরহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মো. মোকশেদ আলী, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য মো. আব্দুল গণি মিয়া, মো. নজরুল ইসলাম, মো. সেলিম উদ্দিন খান।
যায়যায়দিন পত্রিকার পূর্বধলা উপজেলা প্রতিনিধি ও ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা সহকারী শিক্ষক মো. জায়েজুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন, সহকারী শিক্ষক ও ফোরামের সদস্য প্রাণতোষ চন্দ্র দে, মো. বিলস্নাল হোসেন, মো. রফিকুল ইসলাম, সবুজ সরকার, রোকসানা খানম, আলাউদ্দিন, মেজবাহ উদ্দিন জাকিয়া সুলতানা, ইতি, শিমুল ইসলাম প্রমুখ। শেষে সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ী লুলুত জাহান হিমু, মুরসালিন ইমতিয়াজ নাফিউ, রাদিয়া রোকসাতকে পুরস্কৃত করা হয়।
উপদেষ্টা
ফ্রেন্ডস ফোরাম পূর্বধলা, নেত্রকোনা।