শনিবার, ০৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

বকশীগঞ্জ হাসপাতালের কার্যক্রম পরিদর্শনে সিভিল সার্জন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
  ০৯ মার্চ ২০২৫, ০০:০০
বকশীগঞ্জ হাসপাতালের কার্যক্রম পরিদর্শনে সিভিল সার্জন

জামালপুরের বকশীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের চিকিৎসা সেবা কার্যক্রমসহ দাপ্তরিক কার্যক্রম পরিদর্শন করা হয়েছে।

শনিবার দুপুরে জামালপুর জেলার নবনিযুক্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক হাসপাতালের চিকিৎসা সেবার মান ও বিভিন্ন বিষয় নিয়ে রোগী ও রোগীদের স্বজনদের সঙ্গে কথা বলেন।

এ সময় তিনি রোগীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা দিতে উপস্থিত চিকিৎসক, নার্স ও স্টাফদের নির্দেশ দেন।

পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের কর্মকর্তা, নার্স ও স্টাফরা উপস্থিত ছিলেন।

হাসপাতাল পরিদর্শন শেষে সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক জানান, 'আমি জামালপুর জেলা সিভিল সার্জন হিসেবে সদ্য যোগদান করেছি। সারা জেলার চিকিৎসা সেবার গুণগতমানে পরিবর্তন আসবে। আমাদের চিকিৎসক ও স্টাফদের নির্দেশনা দেওয়া হয়েছে যাতে রোগীদের অহেতুক হয়রানি করা বা সেবার ঘাটতি না পড়ে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে