শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

রমজানে সূলভ মূল্যে পণ্য বিক্রি করবে খুলনা প্রাণী সম্পদ অফিস

খুলনা প্রতিনিধি
  ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
রমজানে সূলভ মূল্যে পণ্য বিক্রি করবে খুলনা প্রাণী সম্পদ অফিস

খুলনা জেলা প্রাণী সম্পদ এর উদ্যোগে আসন্ন রমজান উপলক্ষে সুলভ মূল্যে ডিম ও দুধ বিক্রি করা হবে।তবে খামারিদের অনাগ্রহের কারণে দুধ বিক্রি অনেকটা অনিশ্চিত। এবারের রমজানে নগরীর ৬ টি পয়েন্টে এ ডিম ও দুধ বিক্রি করা হবে। খুলনা জেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি এ প্রতিবেদককে বলেন, খুলনা প্রাণী সম্পদ থেকে চলতি রমজানে ডিম ও দুধ বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১ রমজান থেকে ১৫ রমজান পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করা হবে। প্রতি পিচ ডিম প্রাথমিক ভাবে সাড়ে ৯ টাকায় এবং দুধ প্রতি লিটার ৭০ টাকায় বিক্রি করা হবে। খুলনা পাওয়ার হাউজ মোড়স্থ জেলা প্রাণী সম্পদ অফিসারের কার্যালয়ের সামনে একটি স্টোর হবে। সেখানে নিজস্ব ত্বত্ত্বাবধানে পরিচালিত হবে। এছাড়া নগরীর নিরালা মোড়, সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড, বয়রা মোড়, শিববাড়ি, পিটিআই মোড় ও ট্রাংক রোডে ডিম ও দুধ বিক্রি করা হবে। নগরীর এসব পয়েন্টে বিভিন্ন উদ্যোক্তা এসব ডিম ও দুধ সরবরাহ এবং বিক্রি করবেন। সকাল ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত প্রতি দিন এ কার্যক্রম চলবে। জনপ্রতি সর্ব নিম্ন এক হালি এবং সর্বোচ্চ ১ ডজন ডিম কিনতে পারবে। দুধ জন প্রতি আধা লিটার নিতে পারবেন। নগরী ছাড়াও জেলার ৯ উপজেলায় সুলভ মূল্যে ডিম ও দুধ বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে বৃহস্পতিবার জেলা প্রাণী সম্পদ কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এদিকে খোলা বাজারে বতর্মানে ডিমের হালি ৪২ থেকে ৪৪ টাকায় বিক্রি হচ্ছে। দুধ বিক্রি হচ্ছে ১্থশ টাকা লিটার। যে কারণে মাত্র ৭০ টাকায় দুধ দিতে খামারীরা রাজি হচ্ছেন না। ফলে দুধ বিক্রি অনেকটা অনিশ্চিত বলে দাবি করে জেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ শরিফুল ইসলাম বলেন, প্রথম ৩/৪ দিন ডিমের সাথে দুধ দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, যোগান না পেলে বিক্রি করা কঠিন হয়ে যাবে। উলেস্নখ্য গত রমজানে ২১০.৫ লিটার দুধ এবং ১০ হাজার ৯৪৭ পিচ ডিম বিক্রি করে খুলনা জেলা প্রাণী সম্পদ অফিস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে