বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

নরসিংদী পলস্নী বিদু্যৎ সমিতি-২ এর বোর্ড গঠনে অনিয়মের অভিযোগ

নরসিংদী ও শিবপুর প্রতিনিধি
  ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
নরসিংদী পলস্নী বিদু্যৎ সমিতি-২ এর বোর্ড গঠনে অনিয়মের অভিযোগ

নরসিংদী পলস্নী বিদু্যৎ সমিতি-২ এর সমিতি বোর্ড গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে। বিআরইবি গোপনে আওয়ামী লীগের লোকজন দিয়ে সমিতির বোর্ড গঠন করায় তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সমিতির বোর্ডকে আওয়ামী দোসরমুক্ত করার দাবি জানিয়েছেন বোর্ডের দুইজন পরিচালক। তারা নরসিংদী জেলা প্রশাসকের মাধ্যমে বাংলাদেশ পলস্নী বিদু্যৎতায়ন বোর্ডের (বিআরইবি) চেয়ারম্যান বরাবর আবেদন করেছেন। আবেদনকারীরা হলেন ৩নং এলাকার পরিচালক আসাদ মিয়া, ৬নং এলাকার পরিচালক জাকির হোসেন ভূইয়া।

আবেদন সূত্রে জানা যায়, বিআরইবি কর্তৃক গত ২৯/০১/২০২৫ খ্রি: তারিখে নিয়োগকৃত ৬ ও ৭ নং এলাকার মনোনীত সদস্য খন্দকার ফারুক আহম্মেদ রায়পুরার প্রভাবশালী আওয়ামী পরিবারের সদস্য ও যুবলীগ নেতা। তিনি বিগত ২ মেয়াদে (৬ বছর) একাধারে থেকেও এবার তৃতীয় মেয়াদে পরিচালক হিসাবে নিয়োগ পেয়েছেন। অন্যদিকে একই দিনে নিয়োগকৃত ৪ ও ৫ নং এলাকার মনোনীত সদস্য মেহেদী হাসান মনোহরদীর এলাকার আওয়ামী যুবলীগ নেতা। তার বাবা আওয়ামী প্রভাব খাঁটিয়ে নির্বাচিত পরিচালক মনিরুজ্জামানের মৃতু্যজনিত কারণে বিগত ১ বছর তিনি পরিচালকের দায়িত্ব পালন করেন। তাছাড়া ২০২৪ সালের ডিসেম্বর মাসে দুইজন মনোনীত ও তিনজন পরিচালকের মেয়াদ শেষ হওয়ায় তিনটি নির্বাচনী এলাকার তফসীল ঘোষণার পর বিআরইবি নির্বাচন স্থগিত করে তিনটি এলাকা শূণ্য ঘোষণা করেন এবং মনোনীত দুই জনের সিদ্ধান্ত অপেক্ষমান রাখেন এবং ১৬ই জানুয়ারির পূর্ব নিধার্রিত এজিএম স্থগিত করেন। কিন্তু জিএম শেখ মনোয়ার মোর্শেদ এবং এম এস সাখাওয়াত হোসেন গোপন আতাতের মাধ্যমে উলেস্নখিত দুই আওয়ামী দোসরদের মনোনীত করে বিআরইবিতে নাম প্রস্তাব পাঠান এবং অনুমোদন নিয়ে আসেন। এ বিষয়ে আবেদনকারীরা বিআরইবি নির্বাহী প্রকৌশলীকে মৌখিকভাবে তাদের মনোনিত না করার অনুরোধ করলেও তাতে কর্ণপাত করেননি নির্বাহী প্রকৌশলী।

এদিকে জিএম শেখ মনোয়ার মোর্শেদ এবং এম এস মো: সাখাওয়াত হোসেন অন্যত্র বদলী হয়ে যান। পরবর্তীতে সদ্য যোগদানকারী জিএম ও এম এস কে বিষয়টি অবগত করা হয়। এতে তারাও কোন পদক্ষেপ নেয়নি। কিন্তু গত ৩০/০১/২০২৫ খ্রি: তারিখে সকাল ১১ টায় নির্বাহী কমিটি গঠন ও বিকাল ৩ টায় মাসিক বোর্ড সভা আহবান করেন জিএম। বোর্ড সভা শুরু হবার আগেই আওয়ামী দোসরা মনোনিত সদস্য নিয়োগ পাওয়ার বিষয়টি জিএমকে অবগত করা হয় এবং তীব্র প্রতিবাদ জানান আবেদনকারীগণ। কিন্তু জিএম কোন কর্ণপাত করেননি।

এ ব্যাপারে নরসিংদী পলস্নী বিদু্যৎ সমিতি-২ এর জিএম আব্দুল কুদ্দুস বলেন, 'বিষয়টি আমি অবগত আছি। কিন্তু এটি বিআরইবি করে গেছে, এতে আমার কিছু করার নেই।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে