কক্সবাজারের উখিয়ার কুতুপালংসহ বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ও অস্ট্রেলিয়ার সাবেক পররাষ্ট্র মন্ত্রী জুলি ইসবেল বিশপের নেতৃত্বে ৩ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।
সোমবার উখিয়ার ফোর এক্সট্রেকশন ক্যাম্প পরিদর্শন করেন জাতিসংঘের মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলির নেতৃত্বাধীন প্রতিনিধি।
ক্যাম্প ফোর এর সি বস্নকে বৈঠক করেন রোহিঙ্গা নারী ও কিশোরীদের সঙ্গে। বৈঠকে রোহিঙ্গারা দাবি জানান, দ্রম্নত যেন টেকসই ও নিরাপদ প্রত্যাবাসনের মাধ্যমে তাদেরকে স্বদেশে ফেরাতে জাতিসংঘ কার্যকর ব্যবস্থা নেওয়া।
ঘন্টাব্যাপি এ বৈঠক শেষে ছুটে যান একই ক্যাম্পের শিক্ষা কেন্দ্র ও শিক্ষক প্রশিক্ষণ সেন্টারে। সেখানে শিক্ষা কার্যক্রম দেখার পর দীর্ঘ পথ হেঁটে ঘুরে ঘুরে ক্যাম্পের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এরপর পরিদর্শন করেন ক্যাম্প ৪ এর সোলার প্যানেল মেরামত কার্যক্রম ও প্রশিক্ষণ সেন্টার। সেখানে রোহিঙ্গা কিশোরীদের সঙ্গে আলাপ করেন।
পরিদর্শন কালে শরণার্থী ও প্রত্যাবাসন কার্যালয়ের কর্মকর্তা, ক্যাম্প ইনচার্জ ও আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।