ধর্মপাশায় মাজারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশায় লোড়া পীরের মাজারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে উপজেলা সদর ইউনিয়নের রাজনগর গ্রামে (হাসপাতাল সংলগ্ন) অবস্থিত পীরের মাজারে এ ঘটনা ঘটে। এতে করে মাজারের (মূল স্থান) উপরে থাকা গিলাফ পুড়ে যাওয়ার পাশাপাশি ওরস উপলক্ষে ব্যবহৃত ডেকোরেশন ও সাউন্ড সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে মাজারে আগত ভক্তদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা যায়, রোববার থেকে লোড়া পীরের মাজারে তিন দিনব্যাপী ৪৩তম ওরস শুরু হয়েছে। ওইদিন ভোর রাতে কে বা কারা মাজারের মূল স্থানসহ ডেকোরেশন ও সাউন্ড সিস্টেমে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি মাজার কর্তৃপক্ষের নজরে এলে সকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। মাজারের খাদেম খলিলুর রহমান বলেন, দীর্ঘ ৪২ বছর ধরে নির্বিঘ্নে ওরস পরিচালিত হয়ে আসছে। কখনও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ বছর ওরসের কার্যক্রমকে বাঁধাগ্রস্ত করতেই মাজারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আপাতত ওরসের কার্যক্রম বন্ধ আছে। প্রশাসনের অনুমিত পেলে আবারও কার্যক্রম চালানো হবে। উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকত ঐক্য পরিষদের সভাপতি জুবায়ের পাশা হিমু বলেন, তদন্তের মাধ্যমে এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের খোঁজে বের করে আইনের আওতায় আনা হোক। নইলে এধরনের ঘটনা ঘটতেই থাকবে। ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের খোঁজে বের করার চেষ্টা চলছে।