নীলফামারীতে শাক সবজির বীজ বিতরণ

প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

স্টাফ রিপোর্টার, নীলফামারী
পারিবারিক পুষ্টির চাহিদা পূরণে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এরিয়া অফিসের আয়োজনে সদর উপজেলার চারটি ইউনিয়নের অতিদরিদ্র পরিবারের মাঝে সোমবার বিকেলে গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে। সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ হল রুমে গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা প্রফুলস্ন রায়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার মৈত্রী স্নাল, ইউপিজি সহায়তাকারী চম্পা রায়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এরিয়া অফিস সূত্রে জানা গেছে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্ম এলাকা পলাশবাড়ী, খোকশাবাড়ী, টুপামারী ও পৌর এলাকার অতিদরিদ্র পরিবারের ৪১৬জনের মাঝে গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে।