চিরিরবন্দরে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক কমিটি গঠন
প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের বর্ধিত সভায় আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শাহবুলস্নাহ সরকারকে আহবায়ক ও সোহরাব আলীকে সদস্য সচিব করে ১৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার উপজেলা বিএনপির দলিয় কার্যালয়ে ১৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন চিরিরবন্দর খানসামা আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আখতারুজ্জামান মিয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মোকছেদ আলী, সাধারণ সম্পাদক আনোয়ারুর হক চৌধুরী, চিরিরবন্দর উপজেলা বিএনপির সদস্য ও যুবদলের যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মমিনুল ইসলাম মমিন, উপজেলা বিএনপির সদস্য নুর আলম সরকার দুলু,মেজবাহুল ইসলাম মেজবাহ, আক্তার হোসেন, রেজোয়ানুল ইসলাম বাবু প্রমুখ।