মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ঈদগাঁও-ঈদগড় সড়কে ডাকাতি ব্যবসায়ী অপহৃত

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
  ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ঈদগাঁও-ঈদগড় সড়কে ডাকাতি ব্যবসায়ী অপহৃত

কক্সবাজারের ঈদগাঁওয়ে ডাকাতরা অপহরণ করেছে জাগের হোসাইন (৩৫) নামে এক গরু ব্যবসায়ী। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় এ ঘটনা ঘটে। অপহৃত জাগের হোসাইন রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের পূর্ব রাজঘাট এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, রাতে জাগের কক্সবাজার থেকে পিকআপযোগে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় ডাকাত দলের কবলে পড়েন তিনি। ডাকাতরা সর্বস্ব লুটে নিয়ে জাগেরকে অস্ত্রের মুখে গহীন বনের দিকে নিয়ে যায়। তার সঙ্গে থাকা আবদুর রহিম, হাবিব উলস্নাহ ও গাড়িচালক শাকিলের চিৎকারে লোকজন এগিয়ে আসার আগেই ডাকাতরা পালিয়ে যায়।

তারা জানান, রাত ৯টার দিকেও একই স্থানে ছোট বড় একাধিক গাড়ি ডাকাতির শিকার হয়। সংবাদ পেয়ে টহল পুলিশ এগিয়ে এলে ডাকাতরা ফাঁকা গুলি করে বনের ভেতরে চলে যায়।

ঈদগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, ডাকাতি ও এক ব্যক্তি অপহরণের সংবাদ জেনেছেন। গভীর রাতে দুর্গম পাহাড়ি বন এলাকায় যাওয়া ঝুঁকিপূর্ণ। তারপরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে