টঙ্গীতে মসজিদের কাজে বাঁধা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকায় মসজিদের নির্মাণ কাজে বাঁধা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ সংবাদ সম্মেলন করে খানপাড়া বাইতুল আজিজ জামে মসজিদ কমিটির সদস্যরা।
সোমবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মসজিদের খতিব মুফতি, মাসুদুর রহমান, নূরুল আমিন পাঠান(মুসুলিস্ন), মসজিদ কমিটির সেক্রেটারি, মজিবুর রহমান খান, কোষাধ্যক্ষ মোস্তাক খানসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
মোস্তাক খান বলেন, 'আমরা পারিবারিকভাবে ও এলাকার গণ্যমান্যদের নিয়ে মসজিদের উন্নয়নে কাজ করে যাচ্ছি। শুরুতে আমাদের ছাপড়া মসজিদ ছিল। পরে সকলের দান সহযোগিতায় আজ ছাদ দিয়ে পাকা মসজিদের একাংশ নির্মাণ করেছি। বিগত তিন মাস যাবত আমাদের মসজিদের পাশে আমার চাচাতো ভাই মো. লিমন গং মসজিদের চৌহদ্দির ভেতর জমি আছে বলে দাবি করে।
এনিয়ে একাধিকবার তাদের সঙ্গে মসজিদের দলিলপত্র নিয়ে কথা বললেও কোন কাজ হয়নি। লিমন গং আমাদের মসজিদের নির্মাণ কাজে বাঁধা দিয়ে কাজ বন্ধ করে রাখে।
এবিষয়ে আমরা টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ করেছি। বিভিন্নভাবে ভয়ভীতি মারধর করার হুমকি দিয়ে আদালতে মসজিদ কমিটির নামে জমি আত্মসাৎ এর মিথ্যা মামলা দায়ের করে লিমন গয়রা।'
তিনি আরও বলেন, 'আমরা আমাদের মসজিদের চৌহদ্দির ভেতরে মসজিদের নির্মাণ কাজ করছি।
আমরা কারও জমিতে কাজ করছি না। তারপরও আমার চাচাত ভাই লিমন খান গং মসজিদের কাজে বাঁধা দিয়ে ভয়ভীতি দেখিয়ে মিথ্যা মামলা দিয়ে লোকজনের কাছে মিথ্যাচার করছে। আমরা মসজিদ কমিটির সদস্যরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
অবিলম্বে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে মসজিদের নির্মাণ কাজ করার পরিবেশ তৈরি করতে মিডিয়া ও প্রশাসনের কাছে সহযোগিতা চাই।'