শেরপুরে সোনালী ব্যাংক ও দুই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষর
প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে সোনালী ব্যাংক পিএলসি'র উদ্যোগে সোনালী পেমেন্ট গেটওয়ে (এসপিজি) এর মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি ফি, বেতন ও পরীক্ষার ফিস আদায়ের লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসি'র সঙ্গে শেরপুর শহীদিয়া আলিয়া (কামিল) মাদ্রাসা ও শালফা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
গত রোববার শেরপুর শহীদিয়া আলীয়া (কামিল) মাদ্রসার হলরুমে অধ্যক্ষ হাফিজুর রহমানের সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসি'র জেনারেল ম্যানেজার রশিদুল ইসলাম। প্রিন্সিপাল অফিস বগুড়া সাউথ শাখার এ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আলেয়া ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, সোনালী ব্যংক পিএলসির ডেপুটি ম্যানেজার ও বগুড়া সাউথ এর প্রিন্সিপাল অফিসার জাহাঙ্গীর আলম সিদ্দিকী, মামুনুর রশিদ ভূঁইয়া, বগুড়া কর্পোরেট শাখার ডেপুটি ম্যানেরজার এনামুল হক, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ও শেরপুর শাখা প্রধান মাহবুবুল আলম, শালফা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ ইউসুফ আলী, সহকারী অধ্যাপক (আইসিটি) আব্দুল মজিদ, মাসুদ রানা প্রমুখ।