গোপালগঞ্জে বসতঘরের ট্রাংক থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে, ময়মনসিংহের তারাকান্দায় হাত পা বাঁধা অবস্থায় বৃদ্ধার ও সিরাজগঞ্জের রায়গঞ্জে ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার হয়। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জে নিখোঁজের দুইদিন পর বসতঘরের ট্রাংকে লুকিয়ে রাখা মুহিন মোল্যা (১১) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাড়ির ভাড়াটিয়া আমিনসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভাড়াটিয়া আমিনের ঘর থেকে বস্তাবন্দি করে ট্রাঙ্কে লুকিয়ে রাখা মুহিনের মরদেহ উদ্ধার করা হয়। গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত স্কুলছাত্র গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদীঘলীয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য মাঞ্জুরুল ইসলাম মোলস্নার ছেলে এবং রাবেয়া আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। ওসি জানান, গত শনিবার সকালে বাড়ির পাশের দোকানে জুস কিনতে যায় মুহিন। এরপর থেকে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে না পেয়ে সদর থানায় সাধারণ ডায়েরি করে। রোববার জিজ্ঞাসাবাদের জন্য ভাড়াটিয়া আমিনসহ ওই গ্রামের শাওন ও সিহাবকে আটক করে পুলিশ। পরে আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার ভোররাতে আমিনের ঘর থেকে বস্তায় বেঁধে ট্রাঙ্কে রাখা মুহিনের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় শাহানারা বেগম নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে ওই স্কুলছাত্রটিকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ বস্তায় ভরে ট্রাংকে লুকিয়ে রাখা হয়েছিল। তবে কেন কি কারনে হত্যা করা হয়েছে তা এখনই বলা মুশকিল, অনুসন্ধান চলছে।
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বালিখাঁ ইউনিয়নের আবেদ আলী (৬৫) নামে গামছা দিয়ে হাত পা বাঁধা অবস্থায় পুকুর থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলা বালিঁখা ইউনিয়নের বরই বাড়ি গ্রামের পশ্চিম পাগুলী ধলাই বিলের শহিদুল ইসলামের ফিসারীতে গামছা দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় ওই লাশ উদ্ধার হয়।
জানা যায়, উদ্ধার লাশটি পশ্চিম পাগুলী এলাকার মৃত আবুল হোসেনের ছেলে আবেদ আলীর(৬৫)। গত রোববার সন্ধ্যায় বাড়ির পাশে মসজিদে ওয়াজ মাহফিল শোনার জন্য যান আবেদ আলী। রাতে ফিরে না আসায় মেয়ে ও স্ত্রী খোঁজাখুঁজি করে। পরদিন সকাল ৯টায় শহীদ মিয়ার ফিসারীতে খাবার দিতে গিয়ে তার কাজের লোক রাসেল মিয়া (২৫) দেখতে পান হাত পা মুখ বাধা অবস্থায় একটি লোকের লাশ পানিতে ভাসছে। পরে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। তারাকান্দা থানার ওসি টিপু সুলতান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছেন। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের রায়গঞ্জে ধানক্ষেত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের নিঝুড়ী তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার সকালে নিঝুড়ী তালতলা ব্রিজের নিচে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে এলাকাবাসী রায়গঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তিকে মেরে ব্র্র্রিজের ওপর থেকে ফেলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
রায়গঞ্জ থানার ওসি আসাদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহটি সনাক্তকরণের কাজ চলছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।